Indian Truecaller: Truecaller-এর দিন কি শেষ! TRAI-এর অনুমোদনে আসছে ভারতের নিজস্ব কলার আইডি সিস্টেম CNAP
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Truecaller: ভারত সরকার চালু করছে CNAP নামে নতুন কলার আইডি সিস্টেম, যা ট্রুকলার ছাড়াই কলারের নাম দেখাবে। কীভাবে কাজ করবে এই সিস্টেম, কারা ব্যবহার করতে পারবেন ও কখন চালু হবে—জানুন বিস্তারিত
advertisement
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI দেশের সমস্ত টেলিকম নেটওয়ার্কে এই সিস্টেমটি উপলব্ধ করার জন্য টেলিকম বিভাগকে কাজ শুরু করার অনুমোদন দিয়েছে। CNAP চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইউজাররা তাঁদের কল করা ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, যার জন্য বহু বছর ধরে ট্রুকলারের মতো তৃতীয় পক্ষের অ্যাপের প্রয়োজন ছিল।
advertisement
advertisement
CNAP সিস্টেম: অ্যাপ ছাড়াই ভারতের নিজস্ব ট্রুকলারের আইডি - নতুন কলার আইডি সিস্টেমটি টেলিকম অপারেটরদের কাছে উপলব্ধ ডেটাবেসের উপর নির্ভর করে তথ্য যাচাই করতে সক্ষম হবে এবং পরিষেবা খাঁটি হবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হল ফোনে থাকা নিয়মিত ডায়ালার অ্যাপটিই সিস্টেমটি চালাবে এবং যখন কল পাওয়া আসবে তখন CNAP সিস্টেমটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হবে, কে কল করছে তার নাম এবং নম্বর জানাবে।
advertisement
advertisement
advertisement
