Indian Railways: স্লিপার ক্লাসের টিকিট কেটেও যেতে পারেন এসি 2-তে! গল্প নয়, সত্যি, জানুন ভারতীয় রেলের এই বিশেষ স্কিম...
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Railways: তবে আগের স্কিমের থেকে উন্নত হচ্ছে এটি। কারণ স্লিপার ক্লাস থেকে থার্ড এসি বা 3AC-তে আপগ্রেড পেয়ে যেতেন যাত্রীরা।
যাত্রী-স্বাচ্ছন্দ্যকেই গুরুত্ব দিয়ে টিকিট আপগ্রেডেশন স্কিমের বিষয়ে একটি বড় আপডেট চালু করেছে ভারতীয় রেলওয়ে। এই নয়া নীতির অধীনে স্লিপার ক্লাসের যাত্রীরা এখন থেকে সরাসরি ভাবে সেকেন্ড এসি বা 2AC-তে আপগ্রেড পেয়ে যেতে পারেন। তা-ও আবার পুরো বিনামূল্যে। তবে আগের স্কিমের থেকে উন্নত হচ্ছে এটি। কারণ স্লিপার ক্লাস থেকে থার্ড এসি বা 3AC-তে আপগ্রেড পেয়ে যেতেন যাত্রীরা।
advertisement
advertisement
এই ব্যবস্থা আসলে চালু হয়েছিল ২০০৬ সালে। কতটা আসন বা সিট খালি রয়েছে, তার উপর ভিত্তি করে অটো আপগ্রেডেশন স্কিম এই আপগ্রেডের অনুমতি দেয়। এর আওতায় স্লিপার থেকে 3AC-তে এবং 3AC থেকে 2AC-তে আপগ্রেড করা হত। এবার থেকে আসন খালি থাকলে সংশোধিত এই স্কিম যাত্রীদের স্লিপার ক্লাস থেকে সরাসরি 2AC-তে আপগ্রেড দেবে।
advertisement
advertisement
West Central Railway-র ভোপাল ডিভিশন এর থেকে সবথেকে বেশি সুবিধা পেতে প্রস্তুত। ৩০০টি ট্রেনের জন্য প্রায় ৭০০০টি টিকিট রিজার্ভ করা হয়েছে। মেল বা এক্সপ্রেস থেকে সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেনগুলিতে প্রতিদিন আপগ্রেড হবে বলে আশা। যেসব রুটে স্লিপার ক্লাসের চাহিদা বেশি আর আপার ক্লাসের আসন ফাঁকা যায়, সেখানে এই স্কিম কার্যকর হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement