Hyundai Exter: অপেক্ষার অবসান! বাজারে এল Hyundai Exter, অবিশ্বাস্য কম দামে মিলবে দারুণ ফিচারবিশিষ্ট এই গাড়ি

Last Updated:
Hyundai Exter: এই সেগমেন্টে জনপ্রিয় হচ্ছে মাইক্রো এসইউভি। আর তাতে এত দিন দাপটের সঙ্গে রাজত্ব করছিল Tata Punch। কিন্তু বর্তমানে এই গাড়িকে জোর টক্কর দিতে বাজারে এল Hyundai Exter।
1/9
ভারতের গাড়ির বাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছেই। আর দেশের এন্ট্রি লেভেল এসইউভি-র বাজারের কথা তো বলাই বাহুল্য। তবে এই সেগমেন্টে জনপ্রিয় হচ্ছে মাইক্রো এসইউভি। আর তাতে এত দিন দাপটের সঙ্গে রাজত্ব করছিল Tata Punch। কিন্তু বর্তমানে এই গাড়িকে জোর টক্কর দিতে বাজারে এল Hyundai Exter।
ভারতের গাড়ির বাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছেই। আর দেশের এন্ট্রি লেভেল এসইউভি-র বাজারের কথা তো বলাই বাহুল্য। তবে এই সেগমেন্টে জনপ্রিয় হচ্ছে মাইক্রো এসইউভি। আর তাতে এত দিন দাপটের সঙ্গে রাজত্ব করছিল Tata Punch। কিন্তু বর্তমানে এই গাড়িকে জোর টক্কর দিতে বাজারে এল Hyundai Exter।
advertisement
2/9
গ্রাহকদের বহু দিনের প্রতীক্ষার হল অবসান। আসলে সকলেই Hyundai-এর এই গাড়ির জন্য অপেক্ষা করেছিলেন। আজ দেখে নেওয়া যাক, সুন্দর আধুনিক ডিজাইনের এই গাড়ির নানা ফিচার এবং দাম।
গ্রাহকদের বহু দিনের প্রতীক্ষার হল অবসান। আসলে সকলেই Hyundai-এর এই গাড়ির জন্য অপেক্ষা করেছিলেন। আজ দেখে নেওয়া যাক, সুন্দর আধুনিক ডিজাইনের এই গাড়ির নানা ফিচার এবং দাম।
advertisement
3/9
সমগ্র ডিজাইন: Hyundai Exter-এ রাখা হয়েছে বক্সি ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ফ্রন্ট প্রোফাইলে রয়েছে বোল্ড আপরাইট ফ্যাসিয়া, স্কিড প্লেট, বড় বনেট এবং এইচ-আকৃতির এলইডি ডিআরএল। আর এই ডিআরএল-এর তলায় একটি বর্গাকার হাইজিংয়ের মধ্যে থাকছে এলইডি হেডলাইট। এর সাইড প্রোফাইলে রয়েছে দুর্দান্ত এসইউভি লুক। চাকাতেও রয়েছে অসাধারণ ডিজাইন। এই মাইক্রো এসইউভি-তে রয়েছে ১৫ ইঞ্চির ড্যুয়াল টোন অ্যালয় হুইল।
সমগ্র ডিজাইন: Hyundai Exter-এ রাখা হয়েছে বক্সি ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ফ্রন্ট প্রোফাইলে রয়েছে বোল্ড আপরাইট ফ্যাসিয়া, স্কিড প্লেট, বড় বনেট এবং এইচ-আকৃতির এলইডি ডিআরএল। আর এই ডিআরএল-এর তলায় একটি বর্গাকার হাইজিংয়ের মধ্যে থাকছে এলইডি হেডলাইট। এর সাইড প্রোফাইলে রয়েছে দুর্দান্ত এসইউভি লুক। চাকাতেও রয়েছে অসাধারণ ডিজাইন। এই মাইক্রো এসইউভি-তে রয়েছে ১৫ ইঞ্চির ড্যুয়াল টোন অ্যালয় হুইল।
advertisement
4/9
কেবিন লুক: Hyundai Exter-এর ইন্টেরিয়রের সঙ্গে মিল রয়েছে Grand i10 Nios-এর। সেন্টার কনসোলের লেআউট এবং হিরের আকৃতির ড্যাশবোর্ড একেবারে Grand i10 Nios-এর মতো। তবে মূল পার্থক্য রয়েছে কালার স্কিমে। Hyundai হ্যাচব্যাকে রয়েছে ড্যুয়াল-টোন কেবিন। Exter-এরটি অল-ব্ল্যাক লুকের। এতে থাকছে সেমি-লেদারেট সিট এবং লেদার-র‍্যাপড স্টিয়ারিং হুইল।
কেবিন লুক: Hyundai Exter-এর ইন্টেরিয়রের সঙ্গে মিল রয়েছে Grand i10 Nios-এর। সেন্টার কনসোলের লেআউট এবং হিরের আকৃতির ড্যাশবোর্ড একেবারে Grand i10 Nios-এর মতো। তবে মূল পার্থক্য রয়েছে কালার স্কিমে। Hyundai হ্যাচব্যাকে রয়েছে ড্যুয়াল-টোন কেবিন। Exter-এরটি অল-ব্ল্যাক লুকের। এতে থাকছে সেমি-লেদারেট সিট এবং লেদার-র‍্যাপড স্টিয়ারিং হুইল।
advertisement
5/9
ফিচার এবং সেফটি: Hyundai Exter-এ থাকছে একটি ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস ফোন চার্জার, প্যাডল শিফটারস, ক্রুজ কন্ট্রোল, ভয়েস কম্যান্ড-সহ সিঙ্গল পেন সানরুফ, রিয়ার এসি ভেন্ট এবং একটি ড্য়ুয়াল-ক্যামেরা ড্যাশ ক্যাম-সহ অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
ফিচার এবং সেফটি: Hyundai Exter-এ থাকছে একটি ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস ফোন চার্জার, প্যাডল শিফটারস, ক্রুজ কন্ট্রোল, ভয়েস কম্যান্ড-সহ সিঙ্গল পেন সানরুফ, রিয়ার এসি ভেন্ট এবং একটি ড্য়ুয়াল-ক্যামেরা ড্যাশ ক্যাম-সহ অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।
advertisement
6/9
যাত্রী-নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িতে রাখা হয়েছে কিছু সেফটি ফিচারসও। এর মধ্যে অন্যতম ৬টি এয়ারব্যাগ, ইবিডি-সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ইএসসি), ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট (ভিএসএম), হিল হোল্ড অ্যাসিস্ট এবং ৩-পয়েন্ট সিটবেল্ট। মাইক্রো-এসইউভি-র উন্নত ভ্যারিয়েন্টে রয়েছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ডে অ্যান্ড নাইট আইআরভিএম, একটি রিয়ারভিউ ক্যামেরা এবং একটি রিয়ার ডি-ফগারের মতো ফিচার।
যাত্রী-নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িতে রাখা হয়েছে কিছু সেফটি ফিচারসও। এর মধ্যে অন্যতম ৬টি এয়ারব্যাগ, ইবিডি-সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ইএসসি), ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট (ভিএসএম), হিল হোল্ড অ্যাসিস্ট এবং ৩-পয়েন্ট সিটবেল্ট। মাইক্রো-এসইউভি-র উন্নত ভ্যারিয়েন্টে রয়েছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ডে অ্যান্ড নাইট আইআরভিএম, একটি রিয়ারভিউ ক্যামেরা এবং একটি রিয়ার ডি-ফগারের মতো ফিচার।
advertisement
7/9
ইঞ্জিন: Hyundai Exter-এর ইঞ্জিনও Grand i10 Nios এবং Aura-র মতো। থাকছে ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন। যা ৮২পিএস এবং ১১৩এনএম উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে এই গাড়িতে রয়েছে সিএনজি পাওয়ারট্রেন। যা ৬৯পিএস এবং ৯৫এনএম-এর কম আউটপুট উৎপন্ন করে। এই গাড়ির পেট্রোল ম্যানুয়ালের মাইলেজ ১৯.৪ কেএমপিএল, পেট্রোল-এএমটি মাইলেজ ১৯.২ কেএমপিএল এবং সিএনজি-র ফুয়েল এফিশিয়েন্সি ২৭.১ কেএম/কেজি।
ইঞ্জিন: Hyundai Exter-এর ইঞ্জিনও Grand i10 Nios এবং Aura-র মতো। থাকছে ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন। যা ৮২পিএস এবং ১১৩এনএম উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে এই গাড়িতে রয়েছে সিএনজি পাওয়ারট্রেন। যা ৬৯পিএস এবং ৯৫এনএম-এর কম আউটপুট উৎপন্ন করে। এই গাড়ির পেট্রোল ম্যানুয়ালের মাইলেজ ১৯.৪ কেএমপিএল, পেট্রোল-এএমটি মাইলেজ ১৯.২ কেএমপিএল এবং সিএনজি-র ফুয়েল এফিশিয়েন্সি ২৭.১ কেএম/কেজি।
advertisement
8/9
মূল্য: Hyundai Exter-এর দাম ধার্য করা হয়েছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে ১০.১০ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম মূল্য)।
মূল্য: Hyundai Exter-এর দাম ধার্য করা হয়েছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে ১০.১০ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম মূল্য)।
advertisement
9/9
ভ্যারিয়েন্ট: পাওয়া যাবে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কালার কম্বিনেশনে। ৬টি মোনোটোন, ৩টি ড্যুয়াল টোন এবং ৩টি ইন্টেরিয়র হিউ বিকল্পে এই গাড়ি পাচ্ছেন গ্রাহকরা।
ভ্যারিয়েন্ট: পাওয়া যাবে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কালার কম্বিনেশনে। ৬টি মোনোটোন, ৩টি ড্যুয়াল টোন এবং ৩টি ইন্টেরিয়র হিউ বিকল্পে এই গাড়ি পাচ্ছেন গ্রাহকরা।
advertisement
advertisement
advertisement