Smartphone Camera: ছবি তোলার আগে সাবধান! এই ৫ ভুল স্মার্টফোনের ক্যামেরা নষ্ট করতে পারে চিরতরে, খরচ করে কেনা, যত্ন করবেন কীভাবে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone Camera: এখন বাজারে ২০০ মেগাপিক্সলের মোবাইল ক্যামেরা পাওয়া যায়। তাতে আবার সেন্সরও থাকে। ছবি ওঠে পেশাদার ক্যমেরার মতোই। কয়েক বছর আগে যা ভাবাও যেত না।
advertisement
advertisement
advertisement
বাইকে স্মার্টফোন লাগিয়ে চড়াই পথ অতিক্রম: চড়াই পথে বাইক বা স্কুটার চালানোর সময় স্মার্টফোন লাগানো উচিত নয়। এতে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। চড়াই পথ অতিক্রম করার সময় গাড়িতে কম্পন হয়, সেটা ক্যামেরার জন্য বিপজ্জনক। এই কম্পন রোধে বিশেষ মাউন্টিং কিট বেড়িয়েছে। সেটা ব্যবহার করলে স্মার্টফোন নিরাপদে থাকবে।
advertisement
জলের তলায় স্মার্টফোন: অনেক ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করেছে। জলে পড়ে গেলেও ক্ষতি হবে না। কিন্তু জলের নীচে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে ক্যামেরা তো বটেই ফোনেরও বারোটা বাজতে পারে, সে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন। জলের নীচে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। সিস্টেমে জল ঢোকার সম্ভাবনা থাকে।
advertisement
advertisement