এখুনি বদলান Facebook-এর এই সেটিংস, নইলে চোখের নিমেষে শেষ হয়ে যাবে ফোনের ডেটা

Last Updated:
এখুনি বন্ধ করুন ফেসবুকের এই সেটিংস
1/5
করোনার বিরুদ্ধে যুদ্ধ। দেশের বিভিন্ন অংশে মানুষকে 'কোয়ারেন্টাইন' করা হচ্ছে করোনার প্রকোপ আটকাতে। মূলত মানুষকে গৃহবন্দি থাকতেই পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের সমস্ত স্তর থেকে। আর এর ফলে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে। ফেসবুকে পোস্ট লেখা, ছবি আপলোড করা এই সব অ্যাক্টিভিটিো বেড়ে গিয়েছে। কিন্তু এই ফেসবুকের সাহায্যে আমরা একজন অন্য জনের সঙ্গে জুড়ে থাকতে পাড়ছি। এছাড়াও ফেসবুক থেকে অনেক ভাল ইন্টারেসটিং গল্প আর কন্টেন্টো পাওয়া যায়।
করোনার বিরুদ্ধে যুদ্ধ। দেশের বিভিন্ন অংশে মানুষকে 'কোয়ারেন্টাইন' করা হচ্ছে করোনার প্রকোপ আটকাতে। মূলত মানুষকে গৃহবন্দি থাকতেই পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের সমস্ত স্তর থেকে। আর এর ফলে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে। ফেসবুকে পোস্ট লেখা, ছবি আপলোড করা এই সব অ্যাক্টিভিটিো বেড়ে গিয়েছে। কিন্তু এই ফেসবুকের সাহায্যে আমরা একজন অন্য জনের সঙ্গে জুড়ে থাকতে পাড়ছি। এছাড়াও ফেসবুক থেকে অনেক ভাল ইন্টারেসটিং গল্প আর কন্টেন্টো পাওয়া যায়।
advertisement
2/5
আবার ফেসবুকে এমন কিছু ফিচার রয়েছে যা আমাদের বিরক্ত করে। এই ফিচারগুলির মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিডিওর অটো প্লে ফিচার। এর ফলে একটা ভিডিও দেখার পড়ে নিজের থেকে একের পর এক ভিডিও চলতে শুরু করে। এতে শুধু যে আমাদের ফোনের ডেটা শেষ হত তা নয় গ্রাহকরাো বিরক্ত হয়। জেনে নিন কী করে এই ফিচারটিকে বন্ধ করতে পাড়বেন।
আবার ফেসবুকে এমন কিছু ফিচার রয়েছে যা আমাদের বিরক্ত করে। এই ফিচারগুলির মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিডিওর অটো প্লে ফিচার। এর ফলে একটা ভিডিও দেখার পড়ে নিজের থেকে একের পর এক ভিডিও চলতে শুরু করে। এতে শুধু যে আমাদের ফোনের ডেটা শেষ হত তা নয় গ্রাহকরাো বিরক্ত হয়। জেনে নিন কী করে এই ফিচারটিকে বন্ধ করতে পাড়বেন।
advertisement
3/5
ডেস্কটপ - অটো প্লে ভিডিও ফিচারটি অফ করার জন্য প্রথমে সেটিংসে যান। এরপর বাঁ দিকে দেওয়া মেনুতে ভিডিও-র উপর ক্লিক করুন। এখানে আপনি অটো প্লে ভিডিওর অপশনটি দেখতে পাবেন। এখানে আপনাকে ডিফল্টের জায়গায় নো সিলেক্ট করতে হবে।
ডেস্কটপ - অটো প্লে ভিডিও ফিচারটি অফ করার জন্য প্রথমে সেটিংসে যান। এরপর বাঁ দিকে দেওয়া মেনুতে ভিডিও-র উপর ক্লিক করুন। এখানে আপনি অটো প্লে ভিডিওর অপশনটি দেখতে পাবেন। এখানে আপনাকে ডিফল্টের জায়গায় নো সিলেক্ট করতে হবে।
advertisement
4/5
অ্যান্ড্রয়েড আর আইফোন - প্রথমে ফোন ফেসবুক অ্যাপটি ওপেন করুন, এরপর নিচের বারে দেওয়া মেনুতে গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংশে ক্লিক করুন। এরপর মিডিয়া আর কন্টাক্ট-এ গিয়ে ভিডিও আর ফটোতেক্লিক করুন।
অ্যান্ড্রয়েড আর আইফোন - প্রথমে ফোন ফেসবুক অ্যাপটি ওপেন করুন, এরপর নিচের বারে দেওয়া মেনুতে গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংশে ক্লিক করুন। এরপর মিডিয়া আর কন্টাক্ট-এ গিয়ে ভিডিও আর ফটোতেক্লিক করুন।
advertisement
5/5
বার অটো প্লে সিলেক্ট করুন, তিন্তি অপশন দেখতে পাবেন - On Mobile Data and Wi-Fi Connections, On Wi-Fi Connections Only আর Never Autoplay Video। আপনাকে নেভার অটোপ্লে ভিডিও সিলেক্ট করতে হবে। এর পর আপনার পেজে আর নিজের থেকে ভিডিও চলতে শুরু করবে না।
বার অটো প্লে সিলেক্ট করুন, তিন্তি অপশন দেখতে পাবেন - On Mobile Data and Wi-Fi Connections, On Wi-Fi Connections Only আর Never Autoplay Video। আপনাকে নেভার অটোপ্লে ভিডিও সিলেক্ট করতে হবে। এর পর আপনার পেজে আর নিজের থেকে ভিডিও চলতে শুরু করবে না।
advertisement
advertisement
advertisement