এখুনি বদলান Facebook-এর এই সেটিংস, নইলে চোখের নিমেষে শেষ হয়ে যাবে ফোনের ডেটা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এখুনি বন্ধ করুন ফেসবুকের এই সেটিংস
করোনার বিরুদ্ধে যুদ্ধ। দেশের বিভিন্ন অংশে মানুষকে 'কোয়ারেন্টাইন' করা হচ্ছে করোনার প্রকোপ আটকাতে। মূলত মানুষকে গৃহবন্দি থাকতেই পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের সমস্ত স্তর থেকে। আর এর ফলে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে। ফেসবুকে পোস্ট লেখা, ছবি আপলোড করা এই সব অ্যাক্টিভিটিো বেড়ে গিয়েছে। কিন্তু এই ফেসবুকের সাহায্যে আমরা একজন অন্য জনের সঙ্গে জুড়ে থাকতে পাড়ছি। এছাড়াও ফেসবুক থেকে অনেক ভাল ইন্টারেসটিং গল্প আর কন্টেন্টো পাওয়া যায়।
advertisement
আবার ফেসবুকে এমন কিছু ফিচার রয়েছে যা আমাদের বিরক্ত করে। এই ফিচারগুলির মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিডিওর অটো প্লে ফিচার। এর ফলে একটা ভিডিও দেখার পড়ে নিজের থেকে একের পর এক ভিডিও চলতে শুরু করে। এতে শুধু যে আমাদের ফোনের ডেটা শেষ হত তা নয় গ্রাহকরাো বিরক্ত হয়। জেনে নিন কী করে এই ফিচারটিকে বন্ধ করতে পাড়বেন।
advertisement
advertisement
advertisement