Get Rid Of Reels : Facebook Reel দেখার আসক্তি কাটাতে চাইছেন? এভাবে হাইড করা যায় রিলস! জেনে নিন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Get Rid Of Reels : ফেসবুক-ইনস্টাগ্রামের ছোট ছোট ভিডিও এবং রিল দেখাটাও যেন একটা নেশার পর্যায়ে চলে গিয়েছে। কিছু মানুষ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা আবার রিল কিংবা ছোট মাপের ভিডিও ফিচার খুবই পছন্দ করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফেসবুকের পুরনো ভার্সন- অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করলে বরং ওই অ্যাপের পুরনো ভার্সন ব্যবহার করতে হবে। তবে iOS-এ এই সুবিধা পাওয়া যাবে না। যে কোনও বিশ্বস্ত APK সাইটে যেতে হবে ফেসবুক অ্যাপের পুরনো ভার্সনের জন্য। এর পর ব্যবহারকারীকে আপডেটেড সাম্প্রতিক ফেসবুক অ্যাপ আনইনস্টল করে পুরনো ভার্সনটা ইনস্টল করতে হবে।
advertisement
রিল হাইড করা যাবে- আসলে একটা অ্যালগরিদম রয়েছে। ব্যবহারকারী যত বেশি রিল দেখবেন, ফেসবুকও তাঁকে তত বেশি করে রিল দেখাবে। যদি ব্যবহারকারী এক বার রিল দেখা বন্ধ করে দেন, তাহলে ফেসবুক আর রিল দেখাবে না। রিল প্যানেলে গিয়ে ডান দিকের উপরের অংশে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে। এভাবে ফেসবুককে জানাতে হবে যে, ব্যবহারকারী আর রিল দেখতে চাইছেন না। ফলে ফেসবুক আর তা দেখাবে না।
advertisement
কন্টেন্ট পছন্দ না হলে তা হাইড করার উপায়- যে কন্টেন্ট দেখানো হচ্ছে, সেটা ভাল না লাগলে তা নিউজ ফিড থেকে হাইড করা যাবে। এতে অবশ্য রিল সামনে আসা বন্ধ হবে না। তবে ভাল না লাগার রিলগুলি দেখতে হবে না। অপছন্দের কন্টেন্ট বা রিল এলে তার নিচের তিনটি ডটে গিয়ে হাইড রিল সিলেক্ট করতে হবে। এতে ওই ধরনের কন্টেন্ট আর দেখতে হবে না।