WhatsApp Channels-এ করা যায় এডিটও! কীভাবে করবেন? জেনে নিন খুঁটিনাটি

Last Updated:
চ্যানেল আপডেটগুলি একমুখী। সেখানে কথোপকথনের কোনও জায়গা নেই। চ্যানেল থেকে একচেটিয়া ভাবে আপডেট দেওয়া হবে।
1/7
WhatsApp সম্প্রতি চালু করেছে নতুন Channel ফিচার। অনেকটা Instagram-এর মতো। ভারতে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে কিছু নির্দিষ্ট এলাকায় এই ফিচার চালু করা হয়েছিল। সেখানে সাফল্যের পর বিশ্বব্যাপী তা রোল আউট করার সিদ্ধান্ত নিয়েছে Meta অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
WhatsApp সম্প্রতি চালু করেছে নতুন Channel ফিচার। অনেকটা Instagram-এর মতো। ভারতে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে কিছু নির্দিষ্ট এলাকায় এই ফিচার চালু করা হয়েছিল। সেখানে সাফল্যের পর বিশ্বব্যাপী তা রোল আউট করার সিদ্ধান্ত নিয়েছে Meta অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
advertisement
2/7
WhatsApp-এর তরফ থেকে দাবি করা হয়েছে, Channels-এর আপডেট পেতে গেলে খানিকটা জটিল কিন্তু নির্ভরযোগ্য এবং ব্যক্তিগত উপায় অবলম্বন করতে হবে।
WhatsApp-এর তরফ থেকে দাবি করা হয়েছে, Channels-এর আপডেট পেতে গেলে খানিকটা জটিল কিন্তু নির্ভরযোগ্য এবং ব্যক্তিগত উপায় অবলম্বন করতে হবে।
advertisement
3/7
 Channels-এর মাধ্যমে নিজের বন্ধুদের এবং পরিবারের সঙ্গে আপডেট শেয়ার করা হচ্ছে কেমন ভাবে তার উপর ভিত্তি করে বোঝা যায় কোনও ব্যবহারকারী কীভাবে WhatsApp ব্যবহার করছেন।
Channels-এর মাধ্যমে নিজের বন্ধুদের এবং পরিবারের সঙ্গে আপডেট শেয়ার করা হচ্ছে কেমন ভাবে তার উপর ভিত্তি করে বোঝা যায় কোনও ব্যবহারকারী কীভাবে WhatsApp ব্যবহার করছেন।
advertisement
4/7
এই আপডেট অ্যাপের মধ্যে একটি স্বতন্ত্র ট্যাবে প্রকাশিত হবে। ব্যক্তিগত চ্যাট এবং কল থেকে আলাদা থাকবে৷ যদিও কিছু ফিচার WhatsApp চ্যাট থেকে কনট্যাক্ট-এ নিয়ে যেতে পারে। চ্যানেল আপডেটগুলি একমুখী। সেখানে কথোপকথনের কোনও জায়গা নেই। চ্যানেল থেকে একচেটিয়া ভাবে আপডেট দেওয়া হবে। সেখানে অনুসরণকারীদের নাম বা ফোন নম্বরও দেখা যাবে না।
এই আপডেট অ্যাপের মধ্যে একটি স্বতন্ত্র ট্যাবে প্রকাশিত হবে। ব্যক্তিগত চ্যাট এবং কল থেকে আলাদা থাকবে৷ যদিও কিছু ফিচার WhatsApp চ্যাট থেকে কনট্যাক্ট-এ নিয়ে যেতে পারে। চ্যানেল আপডেটগুলি একমুখী। সেখানে কথোপকথনের কোনও জায়গা নেই। চ্যানেল থেকে একচেটিয়া ভাবে আপডেট দেওয়া হবে। সেখানে অনুসরণকারীদের নাম বা ফোন নম্বরও দেখা যাবে না।
advertisement
5/7
চ্যানেল আপডেটগুলি শেয়ার করার পর ৩০ দিন পর্যন্ত তা এডিট বা সম্পাদনা করা যেতে পারে৷ এডিটেড চ্যানেল আপডেটে টাইমস্ট্যাম্পের পাশে "এডিটেড" বলে উল্লেখ থাকবে। যেকোনও ফলোয়ার তা দেখতে পাবেন।
চ্যানেল আপডেটগুলি শেয়ার করার পর ৩০ দিন পর্যন্ত তা এডিট বা সম্পাদনা করা যেতে পারে৷ এডিটেড চ্যানেল আপডেটে টাইমস্ট্যাম্পের পাশে "এডিটেড" বলে উল্লেখ থাকবে। যেকোনও ফলোয়ার তা দেখতে পাবেন।
advertisement
6/7
 কী ভাবে করা যাবে এই এডিট! দেখে নেওয়া যাক এক নজরে—  ধাপ ১—  WhatsApp খুলে Channels বিভাগে যেতে হবে।  ধাপ ২—  এবার যে আপডেটটি এডিট করতে চান সেটিতে গিয়ে ড্রপ আইকনে ক্লিক করতে হবে। তারপরে এডিট-এ ট্যাপ করতে হবে।
কী ভাবে করা যাবে এই এডিট! দেখে নেওয়া যাক এক নজরে— ধাপ ১— WhatsApp খুলে Channels বিভাগে যেতে হবে। ধাপ ২— এবার যে আপডেটটি এডিট করতে চান সেটিতে গিয়ে ড্রপ আইকনে ক্লিক করতে হবে। তারপরে এডিট-এ ট্যাপ করতে হবে।
advertisement
7/7
ধাপ ৩—  এই পরে নিজের আপডেট এডিট করে ফেলতে হবে।  ধাপ ৪—  শেষ হয়ে গেলে Checkmark-এ ক্লিক করতে হবে।  মনে রাখতে হবে  মাত্র ৩০ দিন সময় থাকবে হাতে। তার মধ্যেই সম্পাদনা সেরে ফেলতে হবে। কিন্তু এই এডিটেড অংশের জন্য ফলোয়াররা কোনও আপডেট পাবেন না।  ছবি, ভিডিও বা অন্য কোনও মিডিয়া এডিট করা যাবে না।
ধাপ ৩— এই পরে নিজের আপডেট এডিট করে ফেলতে হবে। ধাপ ৪— শেষ হয়ে গেলে Checkmark-এ ক্লিক করতে হবে। মনে রাখতে হবে মাত্র ৩০ দিন সময় থাকবে হাতে। তার মধ্যেই সম্পাদনা সেরে ফেলতে হবে। কিন্তু এই এডিটেড অংশের জন্য ফলোয়াররা কোনও আপডেট পাবেন না। ছবি, ভিডিও বা অন্য কোনও মিডিয়া এডিট করা যাবে না।
advertisement
advertisement
advertisement