Facebook Messenger থেকে স্টোরি মুছতে চাইছেন? ধাপে ধাপে এই পদ্ধতি অনুসরণ করুন
- Published by:Rachana Majumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
এমনিতে Facebook Messenger থেকে কোনও স্টোরি ডিলিট করা অত্যন্ত সহজবোধ্য একটি প্রক্রিয়া। কিন্তু সেটা করার কৌশল জেনে রাখা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে। আর সেটা হল - ব্যবহারকারী তাঁর কন্ট্যাক্টসের সঙ্গে কী শেয়ার করছেন, এর উপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
Whatsapp-এর পাশাপাশি Facebook Messenger-ও অত্যন্ত জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। কলিং কিংবা ভিডিও কলিংয়ের মতো সুবিধাও পাওয়া যায় এই অ্যাপে। এর পাশাপাশি Facebook Messenger-এ ব্যবহারকারী নিজের পছন্দসই স্টোরিও শেয়ার করার সুবিধা পেয়ে থাকেন। কিন্তু অনেক সময় ভুলবশত স্টোরিতে কিছু আপলোড হয়ে গেলে তা ডিলিট করতে হয়।
advertisement
এমনিতে Facebook Messenger থেকে কোনও স্টোরি ডিলিট করা অত্যন্ত সহজবোধ্য একটি প্রক্রিয়া। কিন্তু সেটা করার কৌশল জেনে রাখা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে। আর সেটা হল - ব্যবহারকারী তাঁর কন্ট্যাক্টসের সঙ্গে কী শেয়ার করছেন, এর উপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ধরা যাক, কেউ ভুল করে স্টোরিতে কিছু পোস্ট করেছেন, এবার সেটি ডিলিট করতে চাইছেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement