আপনার মোবাইল নম্বর কি ব্যান করেছে WhatsApp? চেক করে নিন এই ভাবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আপনার নম্বর WhatsApp ব্যান করেছে ? তাহলে কী করবেন ?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১. Contact Support অথবা Request a Review-তে ট্যাপ করতে হবে। নিজের পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে। নিজের স্টোরি ব্যাকআপ করার জন্য স্ক্রিনশট অ্যাটাচ করা যেতে পারে।২. প্রয়োজন হলে এসএমএস-এর মাধ্যমে একটি কোড পাঠানো হবে।
৩. নিজের ইমেল-অ্যাপিলে বিস্তারিত তথ্য চেক করে সেন্ড-এ ক্লিক করতে হবে।
৪. এবার জবাবের জন্য অপেক্ষা করতে হবে। (মোটামুটি ২৪ ঘণ্টার মধ্যে)
advertisement
Whatsapp ব্যান এড়ানোর উপায়:১. Whatsapp-এর অফিসিয়াল অ্যাপই ব্যবহার করতে হবে।
২. তাদের নিয়ম-নীতি অনুসরণ করতে হবে।
৩. অন্যদের গ্রুপে অ্যাড করার আগে তাঁদের অনুমতি নিতে হবে।
৪. নতুন কন্ট্যাক্টকে প্রথমে স্প্যাম করা চলবে না। সবার আগে নিজের পরিচয় দিতে হবে।
৫. ভুলভাল মেসেজ ফরওয়ার্ড করা চলবে না।
৬. নিয়মবিরুদ্ধ কাজ করা চলবে না।
৭. নিজের অ্যাকাউন্টকে অ্যাক্টিভ রাখতে হবে।