AC Bill: দেড় টন এসি মাসে কত বিল তুলছে? জানা যায় সহজেই, কায়দাটা শিখে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
প্রচণ্ড গরমে অনেকেই এসি কেনার কথা ভাবছেন। তবে অনেকেই আবার বিদ্যুতের বিলের খরচের কথা ভেবে পিছিয়ে আসেন। আসলে এসি কিনলেই তো হল না, বিদ্যুতের বিল একটা বড় বিষয়। আর সেটাই অনেকের কাছে এসি কেনার ক্ষেত্রে বাধা।
advertisement
advertisement
advertisement
আগে একবার ইউনিট মিটার পরীক্ষা করুন। নোট করে রেখে দিন । তার পর এক ঘণ্টা এসি চালিয়ে বন্ধ করুন। এবার রিডিং নিন মিটারের। কত ইউনিট বেড়েছে সেটা খেয়াল করুন। তবে এই সময় বাড়ির অন্য গেজেটস বন্ধ রাখতে পারলে ভাল। তা হলে ঠিকঠাক হিসেব পাবেন, এসি এক ঘণ্টায় ঠিক কতটা কারেন্ট পোড়াচ্ছে। এবার আপনি যত ঘণ্টা এসি চালান, তা থেকে হিসেব করে নিন।
advertisement
advertisement