২৪ ঘণ্টার মধ্যে 'কতবার' ফোন চার্জ দেওয়া যায়? ভুল করলেই ব্য়াটারি 'শেষ', জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mobile Charging tips- একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখতে গেলে সমস্ত ব্যবহারকারীর ২০-৮০ নীতি মেনে চলা উচিত। বিষয়টা সহজ ভাবে বলা যাক।
advertisement
advertisement
ফোনের ব্যাটারি অনেকটা গাড়ির তেলের মতো। তেল না থাকলে যেমন গাড়ি চলবে না, তেমনই ব্যাটারি ছাড়া ফোন অচল। ফলে বোঝাই যাচ্ছে, ফোন চালু রাখতে গেলে ব্যাটারি থাকা কতটা জরুরি। তাই ফোনের ব্যাটারি লো দেখালে টেনশন বেড়ে যায়। ব্যাটারি কমতে থাকলে টেনশন আরও বাড়তে থাকে। আর বাইরে থাকলে তো কথাই নেই! কারণ বাইরে থাকলে কোথায় ফোন চার্জ করা যায়, সেটাই বড় সমস্যা।
advertisement
advertisement
advertisement
advertisement