Hotel Hidden Camera: হোটেল রুমে ঢুকেই 'সাবধান'! পর্দা, কাপড় ঝোলানের হ্যাঙ্গার ঝেরে দেখুন, বেরিয়া আসতে পারে ভয়ঙ্কর 'সেই জিনিস'!

Last Updated:
এজন্য কোথাও গোপন ক্যামেরা আছে কিনা সে বিষয়ে সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজন। কোথাও গোপন ক্যামেরা আছে কিনা তা জানতে বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত।
1/6
শপিং করতে যাওয়া থেকে ঘুরতে যাওয়ার ফলে ট্রায়ালরুমে কিংবা হোটেলে আপনার গোপন ছবি যেকোনো মুহূর্তে অন্যজনের হাতে চলে যেতে পারে।
শপিং করতে যাওয়া থেকে ঘুরতে যাওয়ার ফলে ট্রায়ালরুমে কিংবা হোটেলে আপনার গোপন ছবি যে কোন মুহূর্তে অন্যজনের হাতে চলে যেতে পারে।
advertisement
2/6
এজন্য কোথাও গোপন ক্যামেরা আছে কিনা সে বিষয়ে সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজন। কোথাও গোপন ক্যামেরা আছে কিনা তা জানতে বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত।
এজন্য কোথাও গোপন ক্যামেরা আছে কিনা সে বিষয়ে সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজন। কোথাও গোপন ক্যামেরা আছে কিনা তা জানতে বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত।
advertisement
3/6
প্রথমে হোটেল কিংবা অপরিচিত কোথাও দীর্ঘ সময় অবস্থান করতে হলে প্রথমেই চারদিক ঘুরে দেখুন। বিশেষ করে সিলিং ফ্যান, আয়না, ঘড়ি, নাইট লাইট সহ সন্দেহজনক কিছু চোখে পড়লেই যাচাই করতে হবে। ক্যামেরা বসানো আছে কি না, নিশ্চিত হোন।
প্রথমে হোটেল কিংবা অপরিচিত কোথাও দীর্ঘ সময় অবস্থান করতে হলে প্রথমেই চারদিক ঘুরে দেখুন। বিশেষ করে সিলিং ফ্যান, আয়না, ঘড়ি, নাইট লাইট সহ সন্দেহজনক কিছু চোখে পড়লেই যাচাই করতে হবে। ক্যামেরা বসানো আছে কি না, নিশ্চিত হোন।
advertisement
4/6
গোপন ক্যামেরা আছে কিনা তা বুঝতে প্রথমেই ঘরের সব আলো নিভিয়ে দিন। এবার অন্ধকারের মধ্যেই চারদিকে তাকান। কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে। এগুলো মিটিমিটি জ্বলতেও পারে।
গোপন ক্যামেরা আছে কিনা তা বুঝতে প্রথমেই ঘরের সব আলো নিভিয়ে দিন। এবার অন্ধকারের মধ্যেই চারদিকে তাকান। কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে। এগুলো মিটিমিটি জ্বলতেও পারে।
advertisement
5/6
বাথরুমের হুক বা জামা কাপড় রাখার হ্যাঙার ভালো করে দেখুন। হ্যাঙারে ক্যামেরা লুকানো থাকতে পারে। ঘরের পর্দাগুলোও ভালো করে দেখে নিতে হবে। এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে।
বাথরুমের হুক বা জামা কাপড় রাখার হ্যাঙার ভাল করে দেখুন। হ্যাঙারে ক্যামেরা লুকানো থাকতে পারে। ঘরের পর্দাগুলোও ভাল করে দেখে নিতে হবে। এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে।
advertisement
6/6
এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেক ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।
এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেক ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।
advertisement
advertisement
advertisement