Holi 2021: দোলের দিন স্মার্টফোন সুরক্ষিত রাখবেন কীভাবে ? জেনে নিন

Last Updated:
Holi 2021: এই দিন নিজের স্মার্টফোন সুরক্ষিত রাখবেন কীভাবে? স্মার্টফোনের প্রধান শত্রু ধুলো ও জল
1/5
স্মার্টফোন ছাড়া আজকাল জীবনের একটি মুহূর্ত চলে না। তাই দোলের দিন নিজের স্মার্টফোন সুরক্ষিত রাখবেন কীভাবে? স্মার্টফোনের প্রধান শত্রু ধুলো ও জল। আর দোলের দিন চারদিকে ধূলোর মতো রঙ আর জল উপস্থিত থাকে। (Photo collected)
স্মার্টফোন ছাড়া আজকাল জীবনের একটি মুহূর্ত চলে না। তাই দোলের দিন নিজের স্মার্টফোন সুরক্ষিত রাখবেন কীভাবে? স্মার্টফোনের প্রধান শত্রু ধুলো ও জল। আর দোলের দিন চারদিকে ধূলোর মতো রঙ আর জল উপস্থিত থাকে। (Photo collected)
advertisement
2/5
বাজারে ওয়াটার প্রুফ জিপার ব্যাগ কিনতে পাওয়া যায়। এই ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে দোল খেলুন। প্রয়োজনে একাধিক প্যাকেট ব্যবহার করুন। (Photo collected)
বাজারে ওয়াটার প্রুফ জিপার ব্যাগ কিনতে পাওয়া যায়। এই ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে দোল খেলুন। প্রয়োজনে একাধিক প্যাকেট ব্যবহার করুন। (Photo collected)
advertisement
3/5
একাধিক স্মার্টফোনের জন্য বাজারে ওয়াটারপ্রুফ কেস কিনতে পাওয়া যায়। এই ধরনের কেস ব্যবহার করলে ফোনের ভিতরে জল অথবা ধুলো ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। (Photo collected)
একাধিক স্মার্টফোনের জন্য বাজারে ওয়াটারপ্রুফ কেস কিনতে পাওয়া যায়। এই ধরনের কেস ব্যবহার করলে ফোনের ভিতরে জল অথবা ধুলো ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। (Photo collected)
advertisement
4/5
দোলের সময় খুব বেশি ফোনে কথা বলার প্রয়োজন হলে ব্লুটুথ হেডসেট ব্যবহার করুন। বার বার পকেট থেকে ফোন বার করলে স্মার্টফোন ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। (Photo collected)
দোলের সময় খুব বেশি ফোনে কথা বলার প্রয়োজন হলে ব্লুটুথ হেডসেট ব্যবহার করুন। বার বার পকেট থেকে ফোন বার করলে স্মার্টফোন ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। (Photo collected)
advertisement
5/5
দোলের সময় নিজের লেটেস্ট ফোনটি ঘরে রেখে পুরনো স্মার্টফোন থাকলে সেই ফোনে সিম কার্ড ঢুকিয়ে বাইরে যান। সেই ফোন কোনও কারনে খারাপ হলে ক্ষতির পরিমান কমবে। (Photo collected)
দোলের সময় নিজের লেটেস্ট ফোনটি ঘরে রেখে পুরনো স্মার্টফোন থাকলে সেই ফোনে সিম কার্ড ঢুকিয়ে বাইরে যান। সেই ফোন কোনও কারনে খারাপ হলে ক্ষতির পরিমান কমবে। (Photo collected)
advertisement
advertisement
advertisement