Internet: ‘নেট স্লো’ আর বলতে হবে না! এই টেকনোলজির মাধ্যমে পাওয়া যাবে হাই স্পিড ইন্টারনেট, তারের প্রয়োজন নেই
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আগামী দিনগুলিতে তারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করার প্রয়োজন হবে না। কারণ খুব শিগগিরই লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যাবে সকলের ঘরে।
স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের ব্যবহারও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বর্তমানে শহরের সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামাঞ্চলেও বেড়ে চলেছে ইন্টারনেটের ব্যবহার। কারণ ইন্টারনেট বর্তমান সময়ে সবার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, আগামী দিনগুলিতে তারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করার প্রয়োজন হবে না। কারণ খুব শিগগিরই লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যাবে সকলের ঘরে। এরপর তারের কাজ বা তার কাটার কাজ শেষ হয়ে যাবে। কারণ লেজার প্রযুক্তির সাহায্যে দূরের পাহাড়েও ইন্টারনেট সহজেই পৌঁছানো যায়। এক নজরে দেখে নেওয়া যাক, কতদিনে এই লেজার ইন্টারনেট পরিষেবা চালু করা যেতে পারে।
advertisement
লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট - এয়ারটেল হল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। এই কোম্পানি লেজার ইন্টারনেটের জন্য গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই প্রযুক্তির সাহায্যে এয়ারটেল দেশের শহরগুলির পাশাপাশি গ্রামেও হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেবে। লেজার প্রযুক্তিতে তার ব্যবহার করা হবে না। এর পরিবর্তে বিভিন্ন স্থানে একটি মেশিন বসানো হবে, যা লেজার বিমের মাধ্যমে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেবে।
advertisement
advertisement
প্রোজেক্ট Taara আনতে চলেছে রেভোলিউশন - এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই লেজার ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তিটি তৈরি করা হয়েছে অ্যালফাবেটের ক্যালিফোর্নিয়া ইনোভেশন ল্যাবে, যাকে X বলা হয়ে থাকে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে Taara। এই প্রযুক্তি দ্রুত ইন্টারনেট সরবরাহ করতে আলোক রশ্মি (অর্থাৎ লাইট বিম) ব্যবহার করে।
