এই সস্তার বাইক এখন গোটা দেশে এক নম্বর! ধারে-কাছে নেই Apache, Pulsar

Last Updated:
India's Best Bike: দেশের এক নম্বর বাইক এখন এটি। যেমন সস্তা, তেমন দারুন মাইলেজ।
1/6
বিক্রির নিরিখে এখন দেশে এক নম্বর বাইক হিরো স্প্লেনডর। গত বছর এই মডেল বিক্রি হয়েছে ২,১২,৩৪১ ইউনিট।
বিক্রির নিরিখে এখন দেশে এক নম্বর বাইক হিরো স্প্লেনডর। গত বছর এই মডেল বিক্রি হয়েছে ২,১২,৩৪১ ইউনিট।
advertisement
2/6
১৯৯৪ সালে লঞ্চ হয়েছিল হিরো স্প্লেনডর। তার পর থেকে তিন দশক ধরে বহু গ্রাহক এই মডেল কিনেছেন।
১৯৯৪ সালে লঞ্চ হয়েছিল হিরো স্প্লেনডর। তার পর থেকে তিন দশক ধরে বহু গ্রাহক এই মডেল কিনেছেন।
advertisement
3/6
লো মেনটেনেন্স ও ভাল মাইলেজের জন্য গ্রাহকদের প্রথম পছন্দ স্প্লেনডর। ২৮ বছরে একাধিকবার আপগ্রে়ড করে এই মডেল লঞ্চ করেছে হিরো।
লো মেনটেনেন্স ও ভাল মাইলেজের জন্য গ্রাহকদের প্রথম পছন্দ স্প্লেনডর। ২৮ বছরে একাধিকবার আপগ্রে়ড করে এই মডেল লঞ্চ করেছে হিরো।
advertisement
4/6
100cc সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন থাকে এই মডেলে। Splendor+-এর দাম ৭১,৭৬ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।
100cc সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন থাকে এই মডেলে। Splendor+-এর দাম ৭১,৭৬ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।
advertisement
5/6
এই মডেলে ইলেকট্রিক এবং কিক স্টার্ট রয়েছে। প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন ফুয়েল সিস্টেম থাকে। Hero Splendor+ তিনটি বিকল্পে পাওয়া যায়।
এই মডেলে ইলেকট্রিক এবং কিক স্টার্ট রয়েছে। প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন ফুয়েল সিস্টেম থাকে। Hero Splendor+ তিনটি বিকল্পে পাওয়া যায়।
advertisement
6/6
অনেক গ্রাহক দাবি করেছেন, এই মডেলে তাঁরা প্রতি লিটার পেট্রোলে ৭০ কিমি পর্যন্ত মাইলেজ পেয়েছেন। Splendor+ BS6-এর ফুয়েব ক্যাপাসিটি ৯.৮ লিটার।
অনেক গ্রাহক দাবি করেছেন, এই মডেলে তাঁরা প্রতি লিটার পেট্রোলে ৭০ কিমি পর্যন্ত মাইলেজ পেয়েছেন। Splendor+ BS6-এর ফুয়েব ক্যাপাসিটি ৯.৮ লিটার।
advertisement
advertisement
advertisement