In-Flight Wi-Fi: ঘরোয়া বিমানে এবার মিলবে ওয়াইফাই-এর সুবিধা, নতুন নিয়ম জারি করল DoT
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
In-Flight Wi-Fi: নতুন নিয়ম লাগু হওয়ার পর এখন এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো ভারতীয় এয়ারলাইন্স সংস্থাগুলি ঘরোয়া বিমানেও যাত্রীদের এই পরিষেবা দিতে পারবে।
advertisement
advertisement
২৮ অক্টোবর প্রকাশিত ই-গেজেটে ওয়াইফাই কানেকশন সম্পর্কিত নিয়ম পরিবর্তনের ঘোষণা করেছে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনস বা ডট। নতুন নিয়মে ২০১৮ সালের ফ্লাইট এবং মেরিটাইম কানেক্টিভিটি রুলস সংশোধন করা হয়েছে। রুল ৯-এর সাব রুল (২) সংশোধন করে বলা হয়েছে, “সাব রুল (১)-এ উল্লেখিত ভারতীয় আকাশসীমার ন্যূনতম উচ্চতায় যদি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে বিমানে ওয়াইফাই-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা।”
advertisement
advertisement
বিশেষজ্ঞদের অনুমান, বিমান সংস্থা এবং নেটওয়ার্ক প্রদানকারী প্রতিষ্ঠানগুলি এই নিয়মে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি, সেই কারণেই যাত্রীরাও এই পরিষেবা পেতেন না। আবার কিছু ক্ষেত্রে বিমান প্রয়োজনীয় উচতায় ওঠার পরেও ইন ফ্লাইট নেটওয়ার্ক গ্রাউন্ড-বেসড সিস্টেমের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে হয়ত এই পরিষেবা চালু করা সম্ভব হয়নি।
advertisement
যাইহোক, নতুন নিয়মকে ‘ফ্লাইট অ্যান্ড মেরিটাইম কানেকটিভিটি (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৪’ নাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনস বা ডট। দফতরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ট্যুইট করে নিয়ম পরিবর্তনের কথা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, “ফ্লাইট এবং মারিটাইম কানেকটিভিটি নিয়ম সংশোধন করা হয়েছে যাতে বিমান চলাকালীন ওয়াইফাই-এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন পাওয়া যায়।”
advertisement
বর্তমানে ভারতীয় এয়ারলাইন্সগুলির মধ্যে একমাত্র ভিস্তারা-ই আন্তর্জাতিক বিমানে যাত্রীদের ইন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবা দেয়। এই পরিষেবা বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং এয়ারবাস A321neo বিমানে পাওয়া যায়। নির্ধারিত রুটে ২০ মিনিটের জন্য এই কানেকশন দেওয়া হয়। এর বেশি ব্যবহার করতে চাইলে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দিতে হয় যাত্রীদের।









