advertisement

WiFi: জেলার প্রত্যন্ত গ্রামেও এবার মিলবে দ্রুত ইন্টারনেট! ওয়াইফাই ৭ এর অনুমোদন দিল সরকার

Last Updated:
WiFi: ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা আরও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। টেলিকম দফতর ছয় গিগাহার্টজ ব্যান্ডের একটি অংশ ডি-লাইসেন্স করার সিদ্ধান্ত নিয়েছে।
1/7
ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা আরও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। টেলিকম দফতর ছয় গিগাহার্টজ ব্যান্ডের একটি অংশ ডি-লাইসেন্স করার সিদ্ধান্ত নিয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা আরও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। টেলিকম দফতর ছয় গিগাহার্টজ ব্যান্ডের একটি অংশ ডি-লাইসেন্স করার সিদ্ধান্ত নিয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
এর ফলে দেশে ওয়াইফাই ছয় ই এবং ওয়াইফাই সাত প্রযুক্তি ব্যবহারের আইনি অনুমোদন মিলল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয় গিগাহার্টজ ব্যান্ডের ৫৯২৫ মেগাহার্টজ থেকে ৬৪২৫ মেগাহার্টজ পর্যন্ত মোট ৫০০ মেগাহার্টজ স্পেকট্রাম লাইসেন্স ছাড়াই ব্যবহার করা যাবে।
এর ফলে দেশে ওয়াইফাই ছয় ই এবং ওয়াইফাই সাত প্রযুক্তি ব্যবহারের আইনি অনুমোদন মিলল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয় গিগাহার্টজ ব্যান্ডের ৫৯২৫ মেগাহার্টজ থেকে ৬৪২৫ মেগাহার্টজ পর্যন্ত মোট ৫০০ মেগাহার্টজ স্পেকট্রাম লাইসেন্স ছাড়াই ব্যবহার করা যাবে।
advertisement
3/7
টেলিকম দফতর জানিয়েছে, এই স্পেকট্রাম কেবলমাত্র লো পাওয়ার ইনডোর এবং খুব কম শক্তির আউটডোর ওয়াইফাই ব্যবস্থার জন্য উন্মুক্ত থাকবে। ওয়াইফাই রাউটার, অ্যাক্সেস পয়েন্ট বা অন্যান্য ওয়্যারলেস যন্ত্র বসানো, ব্যবহার বা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোনও অনুমতির প্রয়োজন হবে না।
টেলিকম দফতর জানিয়েছে, এই স্পেকট্রাম কেবলমাত্র লো পাওয়ার ইনডোর এবং খুব কম শক্তির আউটডোর ওয়াইফাই ব্যবস্থার জন্য উন্মুক্ত থাকবে। ওয়াইফাই রাউটার, অ্যাক্সেস পয়েন্ট বা অন্যান্য ওয়্যারলেস যন্ত্র বসানো, ব্যবহার বা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোনও অনুমতির প্রয়োজন হবে না।
advertisement
4/7
পরিষেবাগুলি নন ইন্টারফেরেন্স ও শেয়ার বেসিসে চলবে, অর্থাৎ একে অপরের কাজে বিঘ্ন না ঘটিয়ে একসঙ্গে ব্যবহার করা যাবে। এর ফলে দেশের লক্ষ লক্ষ বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্টার্টআপ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবে।
পরিষেবাগুলি নন ইন্টারফেরেন্স ও শেয়ার বেসিসে চলবে, অর্থাৎ একে অপরের কাজে বিঘ্ন না ঘটিয়ে একসঙ্গে ব্যবহার করা যাবে। এর ফলে দেশের লক্ষ লক্ষ বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্টার্টআপ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবে।
advertisement
5/7
সরকার জানিয়েছে, ৬৪২৫ থেকে ৬৭২৫ মেগাহার্টজ এবং ৬৭২৫ থেকে ৭১২৫ মেগাহার্টজ অংশ ভবিষ্যতের মোবাইল পরিষেবা ও উন্নত টেলিকম প্রযুক্তির জন্য সংরক্ষিত থাকবে। জাতীয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ পরিকল্পনা অনুযায়ী, এই ব্যান্ড পাঁচ জি অ্যাডভান্সড ও ছয় জি পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সরকার জানিয়েছে, ৬৪২৫ থেকে ৬৭২৫ মেগাহার্টজ এবং ৬৭২৫ থেকে ৭১২৫ মেগাহার্টজ অংশ ভবিষ্যতের মোবাইল পরিষেবা ও উন্নত টেলিকম প্রযুক্তির জন্য সংরক্ষিত থাকবে। জাতীয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ পরিকল্পনা অনুযায়ী, এই ব্যান্ড পাঁচ জি অ্যাডভান্সড ও ছয় জি পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
advertisement
6/7
তবে সিদ্ধান্ত ঘিরে টেলিকম শিল্পে মতভেদ রয়েছে। অ্যাপল, অ্যামাজন, সিস্কো, মেটা, এইচপি ও ইন্টেলের মতো সংস্থাগুলি পুরো বারোশো মেগাহার্টজ স্পেকট্রাম ডি-লাইসেন্সের দাবি তুলেছিল। অন্যদিকে রিলায়েন্স জিও চাইছিল গোটা স্পেকট্রাম নিলামের আওতায় আনা হোক।
তবে সিদ্ধান্ত ঘিরে টেলিকম শিল্পে মতভেদ রয়েছে। অ্যাপল, অ্যামাজন, সিস্কো, মেটা, এইচপি ও ইন্টেলের মতো সংস্থাগুলি পুরো বারোশো মেগাহার্টজ স্পেকট্রাম ডি-লাইসেন্সের দাবি তুলেছিল। অন্যদিকে রিলায়েন্স জিও চাইছিল গোটা স্পেকট্রাম নিলামের আওতায় আনা হোক।
advertisement
7/7
অপব্যবহার ঠেকাতে দফতর চ্যানেলের বাইরের নির্গত সিগন্যাল ২০ থেকে ৪০ ডেসিবেল পর্যন্ত কমানোর নির্দেশ দিয়েছে। ফলে মোবাইল টাওয়ার বা উচ্চক্ষমতার অ্যান্টেনা বসানো যাবে না। জিএক্স গ্রুপের সিইও পরিতোষ প্রজাপতি জানান, এই সিদ্ধান্তে ভারতে ওয়াইফাই সাত চালুর পথ পরিষ্কার হল এবং কঠোর নিরাপত্তা মেনে লাইসেন্স ছাড়াই আধুনিক পরিষেবা মিলবে।
অপব্যবহার ঠেকাতে দফতর চ্যানেলের বাইরের নির্গত সিগন্যাল ২০ থেকে ৪০ ডেসিবেল পর্যন্ত কমানোর নির্দেশ দিয়েছে। ফলে মোবাইল টাওয়ার বা উচ্চক্ষমতার অ্যান্টেনা বসানো যাবে না। জিএক্স গ্রুপের সিইও পরিতোষ প্রজাপতি জানান, এই সিদ্ধান্তে ভারতে ওয়াইফাই সাত চালুর পথ পরিষ্কার হল এবং কঠোর নিরাপত্তা মেনে লাইসেন্স ছাড়াই আধুনিক পরিষেবা মিলবে।
advertisement
advertisement
advertisement