Best apps of 2024: পুরস্কার দিল গুগল প্লে! ভারতের সেরা অ্যাপের শিরোপা কার মাথায়? রইল তালিকা
- Published by:Salmali Das
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Best apps of 2024: সামনে এল ‘বেস্ট অফ ২০২৪’-এর তালিকা। ভারতের সেরা অ্যাপ এবং গেমগুলিকে পুরস্কৃত করল গুগল প্লে। এই সাফল্যের নেপথ্যে থাকা ডেভেলপারদেরও সম্মানিত করা হয়েছে। ফ্যাশন স্টাইলিং, স্বাস্থ্য, এক্সপেন্স ম্যানেজমেন্ট, খবর-সহ বিভিন্ন ক্যাটেগরির অ্যাপের ভিতর থেকে সেরা অ্যাপ এবং গেমগুলিকে বেছে নিয়েছে গুগল প্লে।
advertisement
‘বেস্ট অফ প্লে ২০২০ ইন্ডিয়া’ অ্যাপ বিভাগে ৭টি অ্যাপকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে ৫টিই স্থানীয় অ্যাপ। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সই মোবাইল অ্যাপের ভবিষ্যৎ, এমনটাই মনে করেন টেক বিশেষজ্ঞরা। এক্ষেত্রেও ভারত এগিয়ে। এআই-ভিত্তিক মোবাইল অ্যাপ ভারতেই সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে গোটা বিশ্বের ২১ শতাংশ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
‘বেস্ট অনগোয়িং’ গেমের শিরোপা জিতেছে BGMI (Battlegrounds Mobile India)। ‘বেস্ট ইন্ডি’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে Bloom। Bullet Echo পেয়েছে ‘বেস্ট পিক আপ অ্যান্ড প্লে’-এর শিরোপা। এছাড়া Clash of Clans ‘বেস্ট মাল্টি-ডিভাইস গেম’, Yes, Your Grace ‘বেস্ট স্টোরি’, Zombie Sniper War 3 - Fire FPS ‘বেস্ট অন প্লে পাস’ এবং Cookie Run: Tower of Adventures ‘বেস্ট গেম ফর গুগল প্লে গেমস অন পিসি’-এর পুরস্কার জিতেছে।
