লকডাউনে গুগলের উপহার, গুগল মিট ব্যবহার করা যাবে বিনামূল্যেই

Last Updated:
গুগল মিট ব্যবহার করা যাবে কোনও চার্জ ছাড়াই
1/7
লকডাউনের মধ্যে সুখবর নিয়ে হাজির গুগল। করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। বন্ধ সব স্কুল, কলেজো। এ অবস্থায় ঘরে বসে একসঙ্গে কথা বলার জন্য বা কোনও গুরুত্বপূর্ণ মিটিং সারার জন্য একমাত্র ভরসা ভিডিও কনফারেন্সিং। এই পরিস্থিতিতে গুগল নিজের ভিডিও কলিং অ্যাপ Google Meet -কে সবার জন্য ফ্রি করে দিয়েছে।
লকডাউনের মধ্যে সুখবর নিয়ে হাজির গুগল। করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। বন্ধ সব স্কুল, কলেজো। এ অবস্থায় ঘরে বসে একসঙ্গে কথা বলার জন্য বা কোনও গুরুত্বপূর্ণ মিটিং সারার জন্য একমাত্র ভরসা ভিডিও কনফারেন্সিং। এই পরিস্থিতিতে গুগল নিজের ভিডিও কলিং অ্যাপ Google Meet -কে সবার জন্য ফ্রি করে দিয়েছে।
advertisement
2/7
তোদিন শুধুমাত্র জি স্যুট গ্রাহকরাই এই ভিডিও কনফারেন্সিং-এর অ্যাপ 'গুগল আপ্পবুভার করতে পারত। জি স্যুট গ্রাহকরা প্রতি মাসে ছয় ডলারের বিনিময়ে ভিডিও কলিং অ্যাপটি ব্যবহার করতে পারে। এবার সবাই বিনামূল্যে এই অ্যাপ ব‌্যবহার করতে পাড়বে।
তোদিন শুধুমাত্র জি স্যুট গ্রাহকরাই এই ভিডিও কনফারেন্সিং-এর অ্যাপ 'গুগল আপ্পবুভার করতে পারত। জি স্যুট গ্রাহকরা প্রতি মাসে ছয় ডলারের বিনিময়ে ভিডিও কলিং অ্যাপটি ব্যবহার করতে পারে। এবার সবাই বিনামূল্যে এই অ্যাপ ব‌্যবহার করতে পাড়বে।
advertisement
3/7
গুগল মিট-এ এক সঙ্গে ১০০ ভিডিও কল করতে পারবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব‌্যবহার করতে পারবেন। কিছুদিন আগে গুগল মিটের স্ক্রিনে একসঙ্গে ১৬ জনেকে দেখার পাশাপাশি ‘লো লাইট মোড’ চালু করে গুগল।
গুগল মিট-এ এক সঙ্গে ১০০ ভিডিও কল করতে পারবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব‌্যবহার করতে পারবেন। কিছুদিন আগে গুগল মিটের স্ক্রিনে একসঙ্গে ১৬ জনেকে দেখার পাশাপাশি ‘লো লাইট মোড’ চালু করে গুগল।
advertisement
4/7
গুগল মিট-এ এক সঙ্গে ১০০ ভিডিও কল করতে পারবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব‌্যবহার করতে পারবেন। কিছুদিন আগে গুগল মিটের স্ক্রিনে একসঙ্গে ১৬ জনেকে দেখার পাশাপাশি ‘লো লাইট মোড’ চালু করে গুগল।
গুগল মিট-এ এক সঙ্গে ১০০ ভিডিও কল করতে পারবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব‌্যবহার করতে পারবেন। কিছুদিন আগে গুগল মিটের স্ক্রিনে একসঙ্গে ১৬ জনেকে দেখার পাশাপাশি ‘লো লাইট মোড’ চালু করে গুগল।
advertisement
5/7
এই অ্যাপটি এখন খুব সহজেই মবাইলে ডাউনলোড করে নিতে পাড়বেন, iOS আর অ্যান্ড্রয়েড দুটো প্লাটফর্মের জন্য পাওয়া যাচ্ছে এই অ্যাপ। যাদের কাছে জিমেইল আইডি রয়েছে তাঁরা সবাই গুগল মিটের জন্য সাইন আপ করতে পারবেন।
এই অ্যাপটি এখন খুব সহজেই মবাইলে ডাউনলোড করে নিতে পাড়বেন, iOS আর অ্যান্ড্রয়েড দুটো প্লাটফর্মের জন্য পাওয়া যাচ্ছে এই অ্যাপ। যাদের কাছে জিমেইল আইডি রয়েছে তাঁরা সবাই গুগল মিটের জন্য সাইন আপ করতে পারবেন।
advertisement
6/7
গুগল মিট-এর মধ্যে রয়েছে মিটিং শিডিউল করা, স্ক্রিন শেয়ার করা, ভিডিওর সময় রিয়াল টাইম ক্যাপশন দেওয়া, আধুনিক লেআউট-এর অপশন।
গুগল মিট-এর মধ্যে রয়েছে মিটিং শিডিউল করা, স্ক্রিন শেয়ার করা, ভিডিওর সময় রিয়াল টাইম ক্যাপশন দেওয়া, আধুনিক লেআউট-এর অপশন।
advertisement
7/7
meet.google.com ঠিকানায় গিয়েই ব্যবহার করা যাবে এটি। এখান থেকেই নতুন মিটিং তৈরি করা, শিডিউল করা এবং অন্যদের আমন্ত্রণ জানানো যাবে।
meet.google.com ঠিকানায় গিয়েই ব্যবহার করা যাবে এটি। এখান থেকেই নতুন মিটিং তৈরি করা, শিডিউল করা এবং অন্যদের আমন্ত্রণ জানানো যাবে।
advertisement
advertisement
advertisement