Gmail Account Recovery: Gmail অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছেন? মোবাইল নম্বর, ইমেল আইডি ছাড়াই কীভাবে করবেন পুনরুদ্ধার, দেখে নিন এক নজরে

Last Updated:
Gmail Account Recovery: কানেক্টেড রিকভারি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর হারিয়ে যায়, তাহলে তো কথাই নেই! তবে এমনটা হলে চিন্তার কোনও কারণ নেই। আসলে Google-এর কিছু রিকভারি বিকল্প রয়েছে।
1/9
বর্তমানে অনলাইনের যুগে Gmail অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া যে কতটা সমস্যার, সেটা আলাদা করে বলে দিতে হয় না। তার উপর যদি এর সঙ্গে কানেক্টেড রিকভারি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর খোওয়া যায়, তাহলে তো কথাই নেই! তবে এমনটা হলে চিন্তার কোনও কারণ নেই। আসলে Google-এর কিছু রিকভারি বিকল্প রয়েছে। যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট রেস্টোর করতে সাহায্য করে।
বর্তমানে অনলাইনের যুগে Gmail অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া যে কতটা সমস্যার, সেটা আলাদা করে বলে দিতে হয় না। তার উপর যদি এর সঙ্গে কানেক্টেড রিকভারি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর খোওয়া যায়, তাহলে তো কথাই নেই! তবে এমনটা হলে চিন্তার কোনও কারণ নেই। আসলে Google-এর কিছু রিকভারি বিকল্প রয়েছে। যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট রেস্টোর করতে সাহায্য করে।
advertisement
2/9
ডিভাইস ভেরিফিকেশনের মাধ্যমে কীভাবে Gmail অ্যাকাউন্টের অ্যাক্সেস আবার পাওয়া যাবে? Gmail অ্যাকাউন্ট রিকভার করতে সমস্যা হলে একাধিক রিকভারি অপশন প্রদান করে Google। এর মধ্যে সবথেকে সোজা উপায় হল, আগে ব্যবহার করা কোনও ডিভাইসের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট রিকভার করা। সেটা একটা কম্পিউটার কিংবা মোবাইল ফোন হতে পারে। যেটা দিয়ে ব্যবহারকারী আগে নিজের Gmail অ্যাকাউন্টে লগ-ইন করেছিলেন।
ডিভাইস ভেরিফিকেশনের মাধ্যমে কীভাবে Gmail অ্যাকাউন্টের অ্যাক্সেস আবার পাওয়া যাবে? Gmail অ্যাকাউন্ট রিকভার করতে সমস্যা হলে একাধিক রিকভারি অপশন প্রদান করে Google। এর মধ্যে সবথেকে সোজা উপায় হল, আগে ব্যবহার করা কোনও ডিভাইসের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট রিকভার করা। সেটা একটা কম্পিউটার কিংবা মোবাইল ফোন হতে পারে। যেটা দিয়ে ব্যবহারকারী আগে নিজের Gmail অ্যাকাউন্টে লগ-ইন করেছিলেন।
advertisement
3/9
আর একটি কার্যকরী রিকভারি স্ট্র্যাটেজি হল- অ্যাকাউন্টে সাম্প্রতিক কার্যকলাপকে কাজে লাগানো। সাম্প্রতিক কালে একটি নির্দিষ্ট লোকেশন অথবা একটি ডিভাইসের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করা হলে, সেই অ্যাক্টিভিটি ভেরিফাই করার মাধ্যমে অ্যাকাউন্ট রিকভার করার অনুমতি দেয় Google।
আর একটি কার্যকরী রিকভারি স্ট্র্যাটেজি হল- অ্যাকাউন্টে সাম্প্রতিক কার্যকলাপকে কাজে লাগানো। সাম্প্রতিক কালে একটি নির্দিষ্ট লোকেশন অথবা একটি ডিভাইসের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করা হলে, সেই অ্যাক্টিভিটি ভেরিফাই করার মাধ্যমে অ্যাকাউন্ট রিকভার করার অনুমতি দেয় Google।
advertisement
4/9
তবে এই দুই কৌশল কাজে না লাগলেও চিন্তার কোনও কারণ নেই। আসলে এক্ষেত্রে ব্যবহারকারীর বিষয়টি খতিয়ে দেখতে একটু বেশি সময় নেয় Google। এক্ষেত্রে ১ দিন, ১ সপ্তাহ কিংবা ১ মাস লেগে যেতে পারে। আসলে বিষয়টি কতটা গুরুতর, তার উপর এটি নির্ভর করে।
তবে এই দুই কৌশল কাজে না লাগলেও চিন্তার কোনও কারণ নেই। আসলে এক্ষেত্রে ব্যবহারকারীর বিষয়টি খতিয়ে দেখতে একটু বেশি সময় নেয় Google। এক্ষেত্রে ১ দিন, ১ সপ্তাহ কিংবা ১ মাস লেগে যেতে পারে। আসলে বিষয়টি কতটা গুরুতর, তার উপর এটি নির্ভর করে।
advertisement
5/9
ফোন নম্বর ছাড়াই Gmail অ্যাকাউন্ট রিকভার করার উপায়: Google account রিকভারি পেজে গিয়ে নিজের Gmail ইমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস দিতে হবে।
ফোন নম্বর ছাড়াই Gmail অ্যাকাউন্ট রিকভার করার উপায়: Google account রিকভারি পেজে গিয়ে নিজের Gmail ইমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস দিতে হবে।
advertisement
6/9
ফোন রিকভারি স্কিপ করতে হবে: যদি ফোন নম্বর অথবা রিকভারি ইমেল এন্টার করতে বলা হয়, তাহলে Try another way অপশন সিলেক্ট করতে হয়, যতক্ষণ না অন্য রিকভারি অপশন আসছে।
ফোন রিকভারি স্কিপ করতে হবে: যদি ফোন নম্বর অথবা রিকভারি ইমেল এন্টার করতে বলা হয়, তাহলে Try another way অপশন সিলেক্ট করতে হয়, যতক্ষণ না অন্য রিকভারি অপশন আসছে।
advertisement
7/9
সিকিউরিটি সংক্রান্ত প্রশ্ন ব্যবহার করে: সিকিউরিটি সংক্রান্ত প্রশ্ন এলে তার জবাব দিতে হবে সঠিক ভাবে। Gmail অ্যাকাউন্ট সেট-আপ করার সময় যা ব্যবহার করা হয়েছিল, সেগুলি ঠিকঠাক ভাবে জবাবে বলতে হবে।
সিকিউরিটি সংক্রান্ত প্রশ্ন ব্যবহার করে: সিকিউরিটি সংক্রান্ত প্রশ্ন এলে তার জবাব দিতে হবে সঠিক ভাবে। Gmail অ্যাকাউন্ট সেট-আপ করার সময় যা ব্যবহার করা হয়েছিল, সেগুলি ঠিকঠাক ভাবে জবাবে বলতে হবে।
advertisement
8/9
সাহায্যের জন্য Google-এর কাছে আবেদন করে Gmail অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যেতে পারে:উপরোক্ত কোনও কৌশল কাজে না এলে আরও সাহায্যের জন্য Google-এর দ্বারস্থ হতে হবে। ডিজেবলড Gmail অ্যাকাউন্টের ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। আবেদন প্রক্রিয়ার সময় ব্যবহারকারীকে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করার পর্যাপ্ত প্রমাণ দেওয়ার নির্দেশ আসবে। এই প্রক্রিয়া রিভিউয়ে কয়েক দিন এমনকী এক সপ্তাহও লেগে যেতে পারে।
সাহায্যের জন্য Google-এর কাছে আবেদন করে Gmail অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যেতে পারে:উপরোক্ত কোনও কৌশল কাজে না এলে আরও সাহায্যের জন্য Google-এর দ্বারস্থ হতে হবে। ডিজেবলড Gmail অ্যাকাউন্টের ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। আবেদন প্রক্রিয়ার সময় ব্যবহারকারীকে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করার পর্যাপ্ত প্রমাণ দেওয়ার নির্দেশ আসবে। এই প্রক্রিয়া রিভিউয়ে কয়েক দিন এমনকী এক সপ্তাহও লেগে যেতে পারে।
advertisement
9/9
একবার Gmail অ্যাকাউন্টে অ্যাক্সেস রেস্টোর করতে পারলেই পাসওয়ার্ড বদলে দিতে হবে। নতুন পাসওয়ার্ড কোথাও নিরাপদে সেভ করে রাখতে হবে। যাতে পরবর্তীতে এই সমস্যা না হয়।
একবার Gmail অ্যাকাউন্টে অ্যাক্সেস রেস্টোর করতে পারলেই পাসওয়ার্ড বদলে দিতে হবে। নতুন পাসওয়ার্ড কোথাও নিরাপদে সেভ করে রাখতে হবে। যাতে পরবর্তীতে এই সমস্যা না হয়।
advertisement
advertisement
advertisement