Geyser Using Tips:গিজার-এর দিন শুরু, কীভাবে ব্যবহার করলে কম বিল আসবে? বড়সড় বিপদ এড়ানো যাবে? গিজার ভাল থাকবে দীর্ঘদিন? পড়ুন

Last Updated:
গিজার মানেই জল আর বিদ্যুৎ, কাজেই গিজার থেকে বড়সড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে।
1/7
শীত পড়তে শুরু করেছে! শীতে গরম জল ছাড়া স্নান? ভাবলেও সিংহভাগের চোখে জল আসবে। অনেকে জল গরম করেন গ্যাসে, কেউ ব্যবহার করেন ইমারশন হিটার। তবে জল গরম করার সবথেকে সহজ উপায় হল গিজার। শীতকালে গিজারের ব্যবহার খুব বেশি হয়। কাজেই দরকার সঠিকভাবে গিজার ব্যবহারের নিয়ম জানা। পাশাপাশি গিজার ব্যবহারের সময় নিরাপত্তার দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে, নয়তো ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা
শীত পড়তে শুরু করেছে! শীতে গরম জল ছাড়া স্নান? ভাবলেও সিংহভাগের চোখে জল আসবে। অনেকে জল গরম করেন গ্যাসে, কেউ ব্যবহার করেন ইমারশন হিটার। তবে জল গরম করার সবথেকে সহজ উপায় হল গিজার। শীতকালে গিজারের ব্যবহার খুব বেশি হয়। কাজেই দরকার সঠিকভাবে গিজার ব্যবহারের নিয়ম জানা। পাশাপাশি গিজার ব্যবহারের সময় নিরাপত্তার দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে, নয়তো ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা
advertisement
2/7
গিজারে জল ও বিদ্যুৎ সংযোগ দুই-ই থাকে। তাই গিজার থেকে বড়সড় বিপদ ঘটার ঝুঁকি থাকে। বন্ধ জায়গায় গিজার বসাবেন না। বায়ু চলাচল হয়, এমন জায়গায় গিজার বসান।
গিজারে জল ও বিদ্যুৎ সংযোগ দুই-ই থাকে। তাই গিজার থেকে বড়সড় বিপদ ঘটার ঝুঁকি থাকে। বন্ধ জায়গায় গিজার বসাবেন না। বায়ু চলাচল হয়, এমন জায়গায় গিজার বসান।
advertisement
3/7
বাথরুমে গিজার লাগানো থাকলে স্নানের সময় এক্সজস্ট ফ্যান চালান।
বাথরুমে গিজার লাগানো থাকলে স্নানের সময় এক্সজস্ট ফ্যান চালান।
advertisement
4/7
গিজারের লিক এড়াতে নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করান।
গিজারের লিক এড়াতে নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করান।
advertisement
5/7
সারাদিন গিজারের সুইচ অন করে রাখবেন না। স্নানের কিছুক্ষণ আগে সুইচ অন করুন, জল গরম হয়ে গেলে নিভিয়ে দিন।
সারাদিন গিজারের সুইচ অন করে রাখবেন না। স্নানের কিছুক্ষণ আগে সুইচ অন করুন, জল গরম হয়ে গেলে নিভিয়ে দিন।
advertisement
6/7
জল গরম হয়ে গেলে গিজারটি মেন পাওয়ার পয়েন্ট থেকে বন্ধ করে দিন। গিজার বন্ধ না করে স্নান করবেন না। এতে বিদ্যুত কম পুড়বে, গিজার দীর্ঘদিন ভাল থাকবে।
জল গরম হয়ে গেলে গিজারটি মেন পাওয়ার পয়েন্ট থেকে বন্ধ করে দিন। গিজার বন্ধ না করে স্নান করবেন না। এতে বিদ্যুত কম পুড়বে, গিজার দীর্ঘদিন ভাল থাকবে।
advertisement
7/7
গিজারে একটা নির্দিষ্ট সময় পর জল গরম হয়ে যায়। জল গরম হতে দেরি হলে বুঝবেন নির্ঘাৎ কোনও সমস্যা হয়েছে। পাশাপাশি, গিজার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর জল গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। যদি দেখেন গিজার নিজে থেকে বন্ধ হচ্ছে না, তবে মেকানিক ডাকতে হবে।
গিজারে একটা নির্দিষ্ট সময় পর জল গরম হয়ে যায়। জল গরম হতে দেরি হলে বুঝবেন নির্ঘাৎ কোনও সমস্যা হয়েছে। পাশাপাশি, গিজার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর জল গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। যদি দেখেন গিজার নিজে থেকে বন্ধ হচ্ছে না, তবে মেকানিক ডাকতে হবে।
advertisement
advertisement
advertisement