ল্যাপটপ বা টিভিতে ৩ পিন থাকলেও মোবাইল চার্জারে ২ পিন থাকে কেন? এই ডিজাইনের পেছনের আসল কারণ জানলে অবাক হবেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ল্যাপটপ, ফ্রিজ বা টিভিতে ৩টি পিন থাকলেও মোবাইল চার্জারে ২টি পিন থাকে কেন? বিদ্যুৎ সুরক্ষা, কম পাওয়ার খরচ এবং ডিজাইনের পেছনের আসল কারণগুলো জেনে নিন।
প্রযুক্তির যুগে এই মোবাইল ফোন ছাড়া এখন আমরা এক পা-ও চলার কথা ভাবতে পারি না। বাইরে বের হলেই সঙ্গে থাকে মোবাইল ফোন, আর থাকে হাতব্যাগে টুকিটাকি দরকারের জিনিসের সঙ্গে ফোনের চার্জার, সারা দিন ধরে একটানা ব্যবহার হয়ে চলেছে, চার্জ দিয়ে তো রাখতেই হবে! ফোন দামি হোক বা সস্তা, চার্জারের বিষয়ে এসে কিন্তু এক জায়গায় সবাই সমান- এর চেয়ে বড় সত্য আর কিছু নেই! সে চার্জার সুপারভুক হোক বা ঢিমেতালের বেসিক, চার্জার পিনের দিক থেকে দেখলে সাম্যবাদের জয়!
advertisement
advertisement
আসলে, ইলেকট্রনিক ডিভাইস এবং চার্জারগুলির পিন সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সম্পর্কিত। তাই, ফ্যান, টিভি, ফ্রিজের মতো বাড়িতে ব্যবহৃত বড় ইলেকট্রনিক জিনিসপত্রের পিনগুলি আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। অন্য দিকে, একটি মোবাইল চার্জারে মাত্র ২টি পিন থাকা বিদ্যুতের প্রয়োজনীয়তা, সুরক্ষা এবং সহজ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
advertisement
শুধুমাত্র ফেজ এবং নিউট্রাল প্রয়োজন মেটাতেই এ হেন নকশা! কেন না, মোবাইল চার্জারটি এসি (অল্টারনেটিং কারেন্ট) থেকে বিদ্যুৎ গ্রহণ করে। এসি সাপ্লাইতে তিনটি তার থাকে, ফেজ (লাইভ), নিউট্রাল এবং আর্থ (গ্রাউন্ড)। একটি মোবাইল চার্জার চালানোর জন্য শুধুমাত্র ফেজ এবং নিউট্রাল প্রয়োজন। এজন্যই এতে ২টি পিন রয়েছে।
advertisement
তাছাড়া কম শক্তির ডিভাইস, এটাও ভুললে চলবে না! মোবাইল চার্জার খুব কম শক্তি খরচ করে (৫ ওয়াট থেকে ৬৫ ওয়াট বা ১২০ ওয়াট)। এত কম শক্তির জন্য আর্থিং (তৃতীয় পিন) প্রয়োজন হয় না। আর্থিং বেশিরভাগ ক্ষেত্রে ভারী ডিভাইসে (যেমন গিজার, ফ্রিজ, ওয়াশিং মেশিন) করা হয় কারণ এগুলিতে কারেন্ট লিকেজ বা শক হওয়ার ঝুঁকি বেশি থাকে। যেমন, একটি ছোট বাল্ব বা ফ্যানও ২-পিনে চলে।
advertisement
advertisement
advertisement