পুরোনো iPhone-ই সেরা ডিল! ব্র্যান্ড ভ্যালু থেকে রিসেল—সবখানেই এগিয়ে অ্যাপেল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অ্যাপল সাধারণত তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত না থাকলেও বাজারে পুরোনো আইফোন মডেলগুলো উপলব্ধ রাখে। বহু বছর ধরেই আমরা দেখেছি—অফলাইনে iPhone 12 বা iPhone 13 কেনা যায়, এবং এগুলোর দামেও ভালো মান পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
অ্যাকসেসরি বাজারও আইফোনের জন্য বেশ সমৃদ্ধ হয়েছে—আপনি নানা ধরনের কেস, পপ সকেট, এমনকি MagSafe চার্জিং ইউনিটও সহজে পেতে পারেন। চাহিদা বেশি হওয়ায় পুরোনো মডেলের কেস পাওয়া একটু কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আর এই অ্যাকসেসরি ইকোসিস্টেমই আরও বেশি মানুষকে আইফোন ব্যবহার করতে আকৃষ্ট করে এবং ‘হাইপ’ বুঝতে সাহায্য করে।
advertisement
