Pet to Human AI Trend: Ghibli এখন অতীত... এখন প্রিয় পোষ্যকে মানুষে রূপান্তর করছে ChatGPT! নয়া ট্রেন্ডে চমকে গেল সবাই
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Pet to Human AI Trend: নিজেদের আদরের পোষ্য মানুষ হলে তাকে ঠিক কেমন দেখতে হত সেটাই করছে ChatGPT!
এত দিন Ghibli ছবিতে মেতে ছিল গোটা নেটদুনিয়া। বলা ভাল, Ghibli জ্বরে কাবু ছিল সামাজিক মাধ্যম। আসলে নিজেদের ছবি দিয়ে স্বপ্নের মতো অ্যানিমি ছবি ক্রিয়েট করছিলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যদিও সেই উন্মাদনা এখন অনেকটাই ফিকে। তবে নেটদুনিয়ায় কি ট্রেন্ডের অভাব থাকে! আসলে একটা ট্রেন্ড ফিকে হতে না হতেই মুহূর্তের মধ্যে চলে আসে আর একটা ট্রেন্ড।
advertisement
ফলে বর্তমানে এক নতুন অভিনব ট্রেন্ডে মেতে উঠেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। আসলে নিজেদের আদরের পোষ্য মানুষ হলে তাকে ঠিক কেমন দেখতে হত, সেটাই দেখতে চাইছেন তাঁরা। সেই কারণে এবার তাঁরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হচ্ছেন। অনেকেই নিজেদের কুকুর কিংবা বিড়ালের মতো আদুরে পোষ্যের ছবি দিয়ে ChatGPT এবং AI-কে বলছেন যে, তাদের humanize করে দিতে। (Image: Fotor)
advertisement
advertisement
নিজের প্রিয় পোষ্যের ছবি মনুষ্য অবতারে রূপান্তরিত করার উপায়: ১. ChatGPT-র চ্যাট উইন্ডোয় নিজের আদরের পোষ্যের ছবি আপলোড করতে হবে প্রথমেই।
২. ChatGPT-কে পোষ্যের মনুষ্য অবতারের ছবি তৈরি করার নির্দেশ দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ‘Can you create an image of this dog as a human?’, ‘Can you reimage this photo of a cat as a human’। (Image: Fotor)
২. ChatGPT-কে পোষ্যের মনুষ্য অবতারের ছবি তৈরি করার নির্দেশ দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ‘Can you create an image of this dog as a human?’, ‘Can you reimage this photo of a cat as a human’। (Image: Fotor)
advertisement
advertisement
advertisement