বাজেট ফোনের খোঁজে আছেন? Flipkart Freedom Sale-এ এই ৬টি স্মার্টফোনে বাম্পার অফার, মিস করবেন না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হয়েছে Flipkart Freedom Sale। এখানে Realme, Vivo, Moto-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। এই সেলে আপনি নিজের পছন্দের ফোনটি কিনতে পারবেন আকর্ষণীয় দামে
সামনেই তো স্বাধীনতা দিবস! আর স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Flipkart Freedom Sale। ফলে প্রচুর ছাড়ে শপিং করতে পারবেন গ্রাহকরা। কারণ তাঁদের জন্য দেওয়া হচ্ছে দারুণ কিছু ডিল। প্রায় প্রতিটি আইটেমের উপরেই মিলবে ছাড়। তবে সবার আগে ফোন সেকশনের সেরা অফারগুলির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। Flipkart-এ মোবাইল পেজ লাইভে বেশ কিছু ডিল পাওয়া যাবে। যা গ্রাহকদের খরচ অনেকটাই বাঁচিয়ে দেবে। সেলে পাওয়া সেরা ফোনের অফারগুলির বিষয়ে কথা বলা যাক।
advertisement
সেলে Realme P3 5G-র 8GB RAM মডেলের উপর মিলবে দারুণ অফার। এটি মাত্র ১৪৯৯৯ টাকায় পাওয়া যাবে। Realme P3 5G-তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যার সঙ্গে মিলবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট সাপোর্টও। এর স্ক্রিনের পিক ব্রাইটনেস হল ২০০০ নিটস। এই ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি এবং একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement