Flipkart-এ শুরু Black Friday সেল ! কোন স্মার্টফোনগুলিতে মিলছে সব চেয়ে বেশি ছাড়? দেখে নিন

Last Updated:
দেখে নিন, সেলে কোন কোন ফোনগুলিতে রয়েছে ডিসকাউন্ট অফার
1/11
Flipkart-এ শুরু Black Friday সেল । আর সেই সূত্রেই Xiaomi, Samsung, Oppo, Realme, Apple, Motorola সহ একাধিক ব্র্যান্ডেড স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। এর পাশাপাশি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI পেমেন্টে থাকছে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকও। দেখে নিন, সেলে কোন কোন ফোনগুলিতে রয়েছে ডিসকাউন্ট অফার।
Flipkart-এ শুরু Black Friday সেল । আর সেই সূত্রেই Xiaomi, Samsung, Oppo, Realme, Apple, Motorola সহ একাধিক ব্র্যান্ডেড স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। এর পাশাপাশি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI পেমেন্টে থাকছে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকও। দেখে নিন, সেলে কোন কোন ফোনগুলিতে রয়েছে ডিসকাউন্ট অফার।
advertisement
2/11
Samsung Galaxy S20+ - দাম ৪৯,৯৯৯ টাকা। দেশের বাজারে এই মুহূর্তে অন্যতম সেরা স্মার্টফোন এটি। ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ও ৪,৫০০ mAh ব্যাটারি ব্যাকআপ মন্দ নয়। ফোনে থাকছে Samsung Exyons 990 প্রসেসর।
Samsung Galaxy S20+ - দাম ৪৯,৯৯৯ টাকা। দেশের বাজারে এই মুহূর্তে অন্যতম সেরা স্মার্টফোন এটি। ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ও ৪,৫০০ mAh ব্যাটারি ব্যাকআপ মন্দ নয়। ফোনে থাকছে Samsung Exyons 990 প্রসেসর।
advertisement
3/11
Samsung Galaxy Note 10+ - এ ক্ষেত্রে ১২ GB ব়্যাম ও ২৫৬ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৫৪,৯৯৯ টাকা। ডিজাইন, আউটলুক হোক ক্যামেরা পারফরম্যান্স, সব দিক দিয়েই ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম এই ফোন। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়।
Samsung Galaxy Note 10+ - এ ক্ষেত্রে ১২ GB ব়্যাম ও ২৫৬ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৫৪,৯৯৯ টাকা। ডিজাইন, আউটলুক হোক ক্যামেরা পারফরম্যান্স, সব দিক দিয়েই ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম এই ফোন। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়।
advertisement
4/11
Asus ROG Phone 3 - ফোনের দাম ৪৬,৯৯৯ টাকা। গেমিং স্মার্টফোন সেগমেন্টে এই ফোনটি যথাযথ। এ ক্ষেত্রে ৮ GB ব়্যাম ও ১২৮ GB স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে Asus ROG Phone 3।
Asus ROG Phone 3 - ফোনের দাম ৪৬,৯৯৯ টাকা। গেমিং স্মার্টফোন সেগমেন্টে এই ফোনটি যথাযথ। এ ক্ষেত্রে ৮ GB ব়্যাম ও ১২৮ GB স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে Asus ROG Phone 3।
advertisement
5/11
Apple iPhone SE (2020) - ফোনটির দাম ৩২,৯৯৯ টাকা। বেসিক ভ্যারিয়েন্টে এই iPhone SE আপনার ইচ্ছে মেটাতে সক্ষম। IP রেটিং, চিপসেট হোক কিংবা প্রাইমারি ক্যামেরা, সবদিক থেকেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম এই ফোন।
Apple iPhone SE (2020) - ফোনটির দাম ৩২,৯৯৯ টাকা। বেসিক ভ্যারিয়েন্টে এই iPhone SE আপনার ইচ্ছে মেটাতে সক্ষম। IP রেটিং, চিপসেট হোক কিংবা প্রাইমারি ক্যামেরা, সবদিক থেকেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম এই ফোন।
advertisement
6/11
LG G8X ThinQ -  দাম ২৭,৯৯৯ টাকা। ব্ল্যাক ফ্রাইডে সেলে পাওয়া যাচ্ছে এই ফোল্ডেবল স্মার্টফোনও। সাধ্যের দামের মধ্যেই ডুয়াল-স্ক্রিন এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে ফোনটিতে। তাই পছন্দ হলে কিনে নেওয়া যেতে পারে এই LG G8X ThinQ ।
LG G8X ThinQ - দাম ২৭,৯৯৯ টাকা। ব্ল্যাক ফ্রাইডে সেলে পাওয়া যাচ্ছে এই ফোল্ডেবল স্মার্টফোনও। সাধ্যের দামের মধ্যেই ডুয়াল-স্ক্রিন এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে ফোনটিতে। তাই পছন্দ হলে কিনে নেওয়া যেতে পারে এই LG G8X ThinQ ।
advertisement
7/11
Realme X3 Series - সেলে ভালো ছাড় মিলছে Realme X3 সিরিজে। এ ক্ষেত্রে Realme X3 ফোনের দাম ২২,৯৯৯ টাকা ও Realme X3 SuperZoom ফোনের দাম ২৩,৯৯৯ টাকা। Realme X50-র মতো প্রায় একই ফিচার রয়েছে Realme X3 সিরিজের ফোনে। ফোনগুলিতে থাকছে 4G Snapdragon 855+ SoC।
Realme X3 Series - সেলে ভালো ছাড় মিলছে Realme X3 সিরিজে। এ ক্ষেত্রে Realme X3 ফোনের দাম ২২,৯৯৯ টাকা ও Realme X3 SuperZoom ফোনের দাম ২৩,৯৯৯ টাকা। Realme X50-র মতো প্রায় একই ফিচার রয়েছে Realme X3 সিরিজের ফোনে। ফোনগুলিতে থাকছে 4G Snapdragon 855+ SoC।
advertisement
8/11
Samsung Galaxy A70s - ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। সেলে এই ফোনে অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে। ফোনে থাকছে OLED প্যানেল, ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়।
Samsung Galaxy A70s - ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। সেলে এই ফোনে অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে। ফোনে থাকছে OLED প্যানেল, ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়।
advertisement
9/11
Realme Narzo 20 Pro - এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। সাধ্যের মধ্যেও এটাও ভালো অপশন হতে পারে। এর কোয়াড ক্যামেরা সেটআপ, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম। সঙ্গে রয়ছে ৬৫ w পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধাও ।
Realme Narzo 20 Pro - এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। সাধ্যের মধ্যেও এটাও ভালো অপশন হতে পারে। এর কোয়াড ক্যামেরা সেটআপ, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম। সঙ্গে রয়ছে ৬৫ w পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধাও ।
advertisement
10/11
Moto G9 - ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ঠিকঠাক বাজেটের মধ্যে ফোন কিনতে হলে, Motorola G9 ভালো অপশন হতে পারে। দেশে অগস্ট মাসে লঞ্চ করেছিল এই ফোন। তখন দাম ছিল ১১,৪৯৯ টাকা।
Moto G9 - ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ঠিকঠাক বাজেটের মধ্যে ফোন কিনতে হলে, Motorola G9 ভালো অপশন হতে পারে। দেশে অগস্ট মাসে লঞ্চ করেছিল এই ফোন। তখন দাম ছিল ১১,৪৯৯ টাকা।
advertisement
11/11
Google Pixel 4a ও Moto G 5G - সেলে দেখে নেওয়া যেতে পারে এই ফোনগুলিও। এগুলির ক্যামেরা ও ব্যাটারি পারফরম্যান্সও মন্দ নয়। দামও খুব একটা বেশি নয়।
Google Pixel 4a ও Moto G 5G - সেলে দেখে নেওয়া যেতে পারে এই ফোনগুলিও। এগুলির ক্যামেরা ও ব্যাটারি পারফরম্যান্সও মন্দ নয়। দামও খুব একটা বেশি নয়।
advertisement
advertisement
advertisement