শুরু হচ্ছে Flipkart Big Billion Days, দেখে নিন কী কী অফার রয়েছে

Last Updated:
শুরু হতে চলেছে ফ্লিপকার্ট Big Billion Days, জেনে নিন কী কী প্রডাক্টে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়
1/7
পুজো শুরু হতে বাকি আর মাত্র ২৩ দিন। এবার একের পর এক সেল নিয়ে হাজির হবে ই-কমার্স কোম্পানিগুলি।  ইন্ডিয়ার অন্যতম ই-কমার্স ওয়েবসাইট,ফ্লিপকার্টে শুরু হতে চলেছে ৬ দিনের মেগা সেল।
পুজো শুরু হতে বাকি আর মাত্র ২৩ দিন। এবার একের পর এক সেল নিয়ে হাজির হবে ই-কমার্স কোম্পানিগুলি। ইন্ডিয়ার অন্যতম ই-কমার্স ওয়েবসাইট,ফ্লিপকার্টে শুরু হতে চলেছে ৬ দিনের মেগা সেল।
advertisement
2/7
২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের Big Billion Days।  ফ্লিপকার্ট প্লাসের গ্রাহকরা ৪ ঘণ্টা আগে এই সেলের ফাউদা উঠাতে পারবে। এই সেল চলবে ৪ অক্টোবর অবধি।
২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের Big Billion Days। ফ্লিপকার্ট প্লাসের গ্রাহকরা ৪ ঘণ্টা আগে এই সেলের ফাউদা উঠাতে পারবে। এই সেল চলবে ৪ অক্টোবর অবধি।
advertisement
3/7
Axis Bank-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলেও পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
Axis Bank-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলেও পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
advertisement
4/7
এই সেলে অনেক সস্তায় পাওয়া যাবে মোবাইল, গ্যাজেট, টিভি, অ্যাপলায়েন্স, ফ্যাশান, পার্সোনাল কেয়ার, ফার্নিচার আরো অনেক কিছু। গ্রাহকরা কেনাকাটা করার জন্য লোণও নিতে পারবেন যেমন - কার্ডলেস ক্রেডিট, ফ্লিপকার্ট পেলেটার। এছাড়াও থাকছে No-Cost EMIs-এর অপশন।
এই সেলে অনেক সস্তায় পাওয়া যাবে মোবাইল, গ্যাজেট, টিভি, অ্যাপলায়েন্স, ফ্যাশান, পার্সোনাল কেয়ার, ফার্নিচার আরো অনেক কিছু। গ্রাহকরা কেনাকাটা করার জন্য লোণও নিতে পারবেন যেমন - কার্ডলেস ক্রেডিট, ফ্লিপকার্ট পেলেটার। এছাড়াও থাকছে No-Cost EMIs-এর অপশন।
advertisement
5/7
এই ফেস্টিভ সিজানকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ফ্লিপকার্ট টাই-আপ করেছে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট, বিরাট কোহলি, এমএস ধোনি, পুনেথ রাজকুমার, দুল্কর সালমান আর মহেশ বাবু-র মতো সেলিব্রিটিদের সঙ্গে।
এই ফেস্টিভ সিজানকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ফ্লিপকার্ট টাই-আপ করেছে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট, বিরাট কোহলি, এমএস ধোনি, পুনেথ রাজকুমার, দুল্কর সালমান আর মহেশ বাবু-র মতো সেলিব্রিটিদের সঙ্গে।
advertisement
6/7
২৯ সেপ্টেম্বর সেলে পাওয়া যাবে - ফ্যাশান আইটেম,  টিভি, অ্যাপলায়েন্স, ফার্নিচার, বিউটি, স্পোর্ট, টয়, বই, স্মার্ট ডিভাইস, পার্সোনাল কেয়ার অ্যাপলায়েন্স, ট্র্যাভেল আরও অনেক প্রডাক্টে।
২৯ সেপ্টেম্বর সেলে পাওয়া যাবে - ফ্যাশান আইটেম, টিভি, অ্যাপলায়েন্স, ফার্নিচার, বিউটি, স্পোর্ট, টয়, বই, স্মার্ট ডিভাইস, পার্সোনাল কেয়ার অ্যাপলায়েন্স, ট্র্যাভেল আরও অনেক প্রডাক্টে।
advertisement
7/7
৩০ সেপ্টেম্বর সেলে পাওয়া যাবে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস আর অ্যাকসেসরি।  এছাড়াও গ্রাহকদের সাহায্য করার জন্য প্রায় ৩০,০০০ কিরানা-র সঙ্গে পার্টনারশিপ করেছে ফ্লিপকার্ট।
৩০ সেপ্টেম্বর সেলে পাওয়া যাবে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস আর অ্যাকসেসরি। এছাড়াও গ্রাহকদের সাহায্য করার জন্য প্রায় ৩০,০০০ কিরানা-র সঙ্গে পার্টনারশিপ করেছে ফ্লিপকার্ট।
advertisement
advertisement
advertisement