iPhone 13 মাত্র ১১ টাকায়! শুনতে অবাক লাগলেও সত্যি!
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Flipkart Big Billion Days Sale 2024: অনেকেই লিখেছেন, ১১ টাকায় তাঁরা আইফোন ১৩ অর্ডার করেছিলেন। কিন্তু ই-কমার্স প্ল্যাটফর্ম পরে অর্ডার বাতিল করে দেয়।
Flipkart Big Billion Days: অপেক্ষার অবসান৷ উৎসবের মরসুমের সবচেয়ে বড় সেল নিয়ে হাজির Flipkart। মাত্র ১১ টাকায় আইফোন ১৩! 'বিগ বিলিয়ন ডেজ সেল'-এ এমনই বিজ্ঞাপন দিয়েছিল ফ্লিপকার্ট। এটা ছিল 'ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট' অফার। কিন্তু গ্রাহকরা হতাশ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১১ টাকায় আইফোন ১৩ সোল্ড আউট হয়ে যায়। ফ্লিপকার্ট জানিয়ে দেয় 'আউট অফ স্টক'। এরপরই ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা।
advertisement
এক্স প্ল্যাটফর্মে অনেকেই লিখেছেন, ১১ টাকায় তাঁরা আইফোন ১৩ অর্ডার করেছিলেন। কিন্তু ই-কমার্স প্ল্যাটফর্ম পরে অর্ডার বাতিল করে দেয়। অর্ডার করতে গিয়ে অনেককে আবার নানা সমস্যার মুখে পড়তে হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজেদের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন ফ্লিপকার্ট ইউজাররা। কারও মতে এটা ছিল 'বিজ্ঞাপনী চমক'। আবার কেউ এটাকে 'সবচেয়ে বড় কেলেঙ্কারি' আখ্যা দিয়েছেন।
advertisement
advertisement
ফ্লিপকার্টের উপর ব্যাপক অভিমান হয়েছে এক ইউজারের। তিনি লিখেছেন, 'আমি ভাবতেও পারছি না ফ্লিপকার্ট এরকম স্ক্যাম করবে। ১১ টাকায় আইফোন ১৩ কিনব বলে আমি সন্ধ্যা ৭টা থেকে বসেছিলাম। কিন্তু হঠাত দেখি ৪৯,৯০০ টাকা দাম দেখাচ্ছে। এটা ঠিক নয়। অহেতুক মানসিক হয়রান হতে হল।' আরেকজনের দাবি, 'আমি মনে করি, এটা এক ধরণের নির্মম রসিকতা। এখন আপনারা এটাকে কেলেঙ্কারি বলবেন কি না, সেটা আপনার ব্যাপার।'
advertisement
তবে ৩ জন ইউজার ১১ টাকায় আইফোন ১৩ পেয়েছেন বলে দাবি করেছে ফ্লিপকার্ট। এক এক্স ইউজারের পোস্টে জবাব দিতে গিয়ে ফ্লিপকার্ট সাপোর্ট লিখেছে, 'আপনি কেন রেগে আছেন বুঝতে পারছি। ফাস্ট ফিঙ্গার ফার্স্ট অফারে ৩ জন ইউজার এটা পেয়েছেন। তবে চিন্তা করবেন না। বিগ বিলিয়ন ডেজ সেলে প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুর্দান্ত সব ডিল থাকছে। সেগুলো আপনি পেতে পারেন।'