ফোনের Flight Mode কেবল বিমানেই নয়, এই ৫টি ক্ষেত্রেও কিন্তু তা কাজে আসতে পারে; অথচ অধিকাংশ মানুষই এই বিষয়ে জানেনই না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Flight Mode Benefits: বেশিরভাগ ফোন ব্যবহারকারীই হয়তো জানেন যে, ফ্লাইট মোড কেবল বিমানের জন্যই কার্যকর নয়, বরং আরও অনেক ক্ষেত্রেই এটি কার্যকর। তাহলে জেনে নেওয়া যাক, এই বিশেষ মোডের অন্যান্য সুবিধেগুলি।
যাঁরা মোবাইল ফোন ব্যবহার করেন, তাঁরা সকলেই জানেন যে, সমস্ত ফোনেই Flight Mode বা Airplane Mode নামে একটি ফিচার থাকে। এটি আসলে ফোনের এমন একটি বিশেষ ফিচার, যা ফোনের সমস্ত ওয়্যারলেস নেটওয়ার্ক সাময়িক ভাবে বন্ধ করে দেয়। বিশেষ করে বিমানে বা আকাশপথে ভ্রমণের সময় ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করেন, যাতে ফোন থেকে বেরিয়ে আসা রেডিও সিগন্যালগুলি বিমানের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ না করে এবং বিমান পরিবহনকে সচল রাখে। কিন্তু বেশিরভাগ ফোন ব্যবহারকারীই হয়তো জানেন যে, ফ্লাইট মোড কেবল বিমানের জন্যই কার্যকর নয়, বরং আরও অনেক ক্ষেত্রেই এটি কার্যকর। তাহলে জেনে নেওয়া যাক, এই বিশেষ মোডের অন্যান্য সুবিধেগুলি।
advertisement
ব্যাটারি সাশ্রয়ের সেরা উপায়: যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে ফোন সাধারণত সিগন্যাল হারিয়ে ফেলে এবং ক্রমাগত সিগন্যালের অনুসন্ধান করে চলে, যার কারণে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে থাকে। এক্ষেত্রে Flight Mode বা Airplane Mode চালু করে রাখলে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় এবং ব্যাটারি সাশ্রয় হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এই মোড ব্যবহার করার ক্ষেত্রে অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে যে, ফোনে Flight Mode-এর পাশাপাশি একইসঙ্গে ইন্টারনেটও কি ব্যবহার করা যাবে? উত্তর হল হ্যাঁ! আসলে Flight Mode চালু করার পর ব্যবহারকারী ম্যানুয়ালি ওয়াই-ফাই এবং ব্লুটুথ চালু করতে পারেন। অর্থাৎ ব্যবহারকারীরা ইন্টারনেটও ব্রাউজ করতে পারেন এবং হেডফোনও কানেক্ট করতে পারবেন।