কোন অ্যাপ ফোনকে স্লো করছে ? জানুন এই পদ্ধতিতে

Last Updated:
1/5
• অ্যাপের প্রতি ভালবাসা নতুন জেনারেশনের কাছে নতুন কিছু নয় ৷ তাই একের পর এক ডাউনলোড করে ফোনের মেমরি ভরতেই থাকি আমরা ৷ খেয়াল থাকে না মেমরিরও একটা সীমাবদ্ধতা রয়েছে ৷ তাই খুব বেশি অ্যাপে ফোন ভারি হলে আপনা-আপনিই স্লো হয়ে যায় ফোন ৷ হ্যাং করতে থাকে ৷ ছবি: পিক্স্যবে ৷
• অ্যাপের প্রতি ভালবাসা নতুন জেনারেশনের কাছে নতুন কিছু নয় ৷ তাই একের পর এক ডাউনলোড করে ফোনের মেমরি ভরতেই থাকি আমরা ৷ খেয়াল থাকে না মেমরিরও একটা সীমাবদ্ধতা রয়েছে ৷ তাই খুব বেশি অ্যাপে ফোন ভারি হলে আপনা-আপনিই স্লো হয়ে যায় ফোন ৷ হ্যাং করতে থাকে ৷ ছবি: পিক্স্যবে ৷
advertisement
2/5
• ফোনের স্বাস্থ্যকে সুস্থ রাখতে গেলে তাই র‍্যামকে ফাঁকা রাখতে হবে ৷ তার জন্য কম প্রয়োজনীয় অ্যাপগুলি ডিলিট করা প্রয়োজন ৷ ফোন থেকে অ্যাপ হটানোর আগে বুঝে নিন কোন অ্যাপ বেশিরভাগ মেমরি দখল করে রয়েছে ৷ ছবি: পিক্স্যবে ৷
• ফোনের স্বাস্থ্যকে সুস্থ রাখতে গেলে তাই র‍্যামকে ফাঁকা রাখতে হবে ৷ তার জন্য কম প্রয়োজনীয় অ্যাপগুলি ডিলিট করা প্রয়োজন ৷ ফোন থেকে অ্যাপ হটানোর আগে বুঝে নিন কোন অ্যাপ বেশিরভাগ মেমরি দখল করে রয়েছে ৷ ছবি: পিক্স্যবে ৷
advertisement
3/5
• বেশিরভাগ সময়েই আমরা গেমিং অ্যাপগুলোর উপর দোষ চাপাই ৷ কিন্তু দেখা গিয়েছে, বেশিরভাগ সময়ই প্রধান কালপ্রিট হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম ৷ তাই বুদ্ধি মানের কাজ হবে ফোন কেন সময় অবশ্যই বেশি র‍্যাম যুক্ত ফোন কেনা ৷ ছবি: পিক্স্যবে ৷
• বেশিরভাগ সময়েই আমরা গেমিং অ্যাপগুলোর উপর দোষ চাপাই ৷ কিন্তু দেখা গিয়েছে, বেশিরভাগ সময়ই প্রধান কালপ্রিট হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম ৷ তাই বুদ্ধি মানের কাজ হবে ফোন কেন সময় অবশ্যই বেশি র‍্যাম যুক্ত ফোন কেনা ৷ ছবি: পিক্স্যবে ৷
advertisement
4/5
• দেখে নেওয়া যাক, কীভাবে ভিলেন অ্যাপগুলোকে খুঁজে বের করতে হবে ৷ প্রথমে ‘সেটিংস’-এ যান ৷ এরপর স্টোরেজ/মেমোরি-তে ক্লিক করুন ৷ স্টোরেজের মধ্য কোন অ্যাপ সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে তা দেখায় ৷ তবে এখানে শুধুমাত্র ইন্টারন্যাল মেমোরি দেখায় ৷ স্টোরেজে ক্লিক করলে মেমোরি কার্ডের মেমোরি দেখায় ৷ ছবি: পিক্স্যবে ৷
• দেখে নেওয়া যাক, কীভাবে ভিলেন অ্যাপগুলোকে খুঁজে বের করতে হবে ৷ প্রথমে ‘সেটিংস’-এ যান ৷ এরপর স্টোরেজ/মেমোরি-তে ক্লিক করুন ৷ স্টোরেজের মধ্য কোন অ্যাপ সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে তা দেখায় ৷ তবে এখানে শুধুমাত্র ইন্টারন্যাল মেমোরি দেখায় ৷ স্টোরেজে ক্লিক করলে মেমোরি কার্ডের মেমোরি দেখায় ৷ ছবি: পিক্স্যবে ৷
advertisement
5/5
• এখানে 'App Usage' দেখায় ৷ তা দেখে বোঝা যাবে কোন র‍্যামের অ্যাপ কতটা জায়গা জুড়ে রয়েছে৷ যদি দেখা যায় র‍্যামের বেসিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছে তাহলে কয়েকটি অ্যাপ ডিলিট করুন ৷ এতে পোন দ্রুত চলবে, ব্যাটারি কম খরচ হবে, হ্যাং করবে না ৷ ফোনের স্বাস্থ্য ভাল থাকবে ৷ ছবি: পিক্স্যবে ৷
• এখানে 'App Usage' দেখায় ৷ তা দেখে বোঝা যাবে কোন র‍্যামের অ্যাপ কতটা জায়গা জুড়ে রয়েছে৷ যদি দেখা যায় র‍্যামের বেসিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছে তাহলে কয়েকটি অ্যাপ ডিলিট করুন ৷ এতে পোন দ্রুত চলবে, ব্যাটারি কম খরচ হবে, হ্যাং করবে না ৷ ফোনের স্বাস্থ্য ভাল থাকবে ৷ ছবি: পিক্স্যবে ৷
advertisement
advertisement
advertisement