Facebook-এ এবার কাটা যাবে সিনেমার টিকিট !

Last Updated:
এবার Facebook আপনাকে মনে করিয়ে দেবে সিনেমার রিলিজের ডেট। এর জন্য Facebook লঞ্চ করেছে দুটি নতুন ফিচার।
1/6
আপনি যদি কোনও সিনেমার ট্রেলার দেখে মনে করেন যে আপনি সেই সিনামেটি দেখবেন, কিন্তু কাজের চাপে ভুলে গেলেন সিনেমা রিলিজের ডেট। এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে Facebook।
আপনি যদি কোনও সিনেমার ট্রেলার দেখে মনে করেন যে আপনি সেই সিনামেটি দেখবেন, কিন্তু কাজের চাপে ভুলে গেলেন সিনেমা রিলিজের ডেট। এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে Facebook।
advertisement
2/6
এবার Facebook আপনাকে মনে করিয়ে দেবে সিনেমার রিলিজের ডেট। এর জন্য Facebook লঞ্চ করেছে দুটি নতুন ফিচার। দুটি নতুন ফিচার - Movie Reminder Ads আর Movie Show Time Ads।
এবার Facebook আপনাকে মনে করিয়ে দেবে সিনেমার রিলিজের ডেট। এর জন্য Facebook লঞ্চ করেছে দুটি নতুন ফিচার। দুটি নতুন ফিচার - Movie Reminder Ads আর Movie Show Time Ads।
advertisement
3/6
Movie Reminder Ads আপনাকে বলে কোন সিনেমা কবে হবে আর যদি আপনি সেই সিনেমার অ্যাড দেখে Interested বাটন ক্লিক করেন, তা হলে সিনেমা রিলিজ করলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে।
Movie Reminder Ads আপনাকে বলে কোন সিনেমা কবে হবে আর যদি আপনি সেই সিনেমার অ্যাড দেখে Interested বাটন ক্লিক করেন, তা হলে সিনেমা রিলিজ করলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে।
advertisement
4/6
আপনি যদি এই রেমাইন্ডার নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে ফেসবুক আপনাকে এই সিনেমার পেজে ডিরেক্ট করে দেবে। এখানে গ্রাহকরা সিনার ডিটেল, টাইমিং দেখতে পাবেন আর টিকিটও বুক করতে পারবেন।
আপনি যদি এই রেমাইন্ডার নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে ফেসবুক আপনাকে এই সিনেমার পেজে ডিরেক্ট করে দেবে। এখানে গ্রাহকরা সিনার ডিটেল, টাইমিং দেখতে পাবেন আর টিকিটও বুক করতে পারবেন।
advertisement
5/6
দ্বিতীয় ফিচারটি  Movie Show Time Ads ওই সিনেমার জন্য জেগুলো আগেই রিলিজ হয়ে গিয়েছে আর হলে চলছে। এই ফিচারগুলির জন্য ইউজারদের আর নিজেদের পছন্দের সিনেমা মিস করতে হবে না।
দ্বিতীয় ফিচারটি Movie Show Time Ads ওই সিনেমার জন্য জেগুলো আগেই রিলিজ হয়ে গিয়েছে আর হলে চলছে। এই ফিচারগুলির জন্য ইউজারদের আর নিজেদের পছন্দের সিনেমা মিস করতে হবে না।
advertisement
6/6
এই ফিচার দুটি আপাতত শুধুমাত্র  US আর UK-এর ইউজারা ব্যবহার করতে পারবে।
এই ফিচার দুটি আপাতত শুধুমাত্র US আর UK-এর ইউজারা ব্যবহার করতে পারবে।
advertisement
advertisement
advertisement