PF অ্যাকাউন্টে কত টাকা রয়েছে ? নিমেষে জেনে নিন অনলাইনে

Last Updated:
1/8
ইপিএফে বাড়ল সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে হল ৮.৬৫%। ইপিএফে-এর টাকা জমা পরে ইউনিভার্সাল একাউন্ট নম্বর অ্যাকাউন্টে। (Photo collected)
ইপিএফে বাড়ল সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে হল ৮.৬৫%। ইপিএফে-এর টাকা জমা পরে ইউনিভার্সাল একাউন্ট নম্বর অ্যাকাউন্টে। (Photo collected)
advertisement
2/8
বাড়িতে বসে কি ভাবে দেখতে পাবেন প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, দেখে নিন (Photo collected)
বাড়িতে বসে কি ভাবে দেখতে পাবেন প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, দেখে নিন (Photo collected)
advertisement
3/8
শুরুতে UAN অ্যাকাউন্ট এক্টিভেট করতে হবে। https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে লগ ইন করুন
শুরুতে UAN অ্যাকাউন্ট এক্টিভেট করতে হবে। https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে লগ ইন করুন
advertisement
4/8
ওয়েবসাইটে ডান দিকে নীচে অ্যাকটিভেট UAN অপশান সিলেক্ট করুন। এরপর নিজের UAN, নাম, জন্মদিন, মোবাইল নম্বর ও ক্যাপচা টেক্সট দিয়ে ' Get Authorization Pin’ সিলেক্ট করুন।
ওয়েবসাইটে ডান দিকে নীচে অ্যাকটিভেট UAN অপশান সিলেক্ট করুন। এরপর নিজের UAN, নাম, জন্মদিন, মোবাইল নম্বর ও ক্যাপচা টেক্সট দিয়ে ' Get Authorization Pin’ সিলেক্ট করুন।
advertisement
5/8
মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিন। EPFO পেজ ভেরিফাই করে 'I Agree’ সিলেক্ট করুন।
মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিন। EPFO পেজ ভেরিফাই করে 'I Agree’ সিলেক্ট করুন।
advertisement
6/8
আবার ফোন থেকে OTP দিয়ে 'Validate OTP and Activate UAN’ সিলেক্ট করুন।
আবার ফোন থেকে OTP দিয়ে 'Validate OTP and Activate UAN’ সিলেক্ট করুন।
advertisement
7/8
এরপরে আপনার UAN অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার মোবাইল নম্বরে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
এরপরে আপনার UAN অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার মোবাইল নম্বরে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
8/8
এরপর ঠিক ৬ ঘন্টা পরে আপনি EPFO পোর্টালে গিয়ে নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন।
এরপর ঠিক ৬ ঘন্টা পরে আপনি EPFO পোর্টালে গিয়ে নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement