Inverter Bulb: কারেন্ট চলে গেলেও জ্বলবে আলো! দামেও সস্তা এই ইনভার্টার বাল্ব আপনার বাড়িতে আছে তো?

Last Updated:
কী কী বিকল্প আছে অতএব আমাদের হাতে এ হেন বাল্বের জগতে, সেটাই এক ঝলকে দেখে নিলে কেমন হয়?
1/7
শহরাঞ্চলে, বলতে নেই, কারেন্ট চলে যাওয়ার উপদ্রব হালে অনেকটাই কমে এসেছে। তা বলে একেবারেই যে লোডশেডিং হয় না, এমনটাও নয়। এই বাদলার দিনে ঝড়ে-জলে পোস্টের তার ছিঁড়ে গেলেই আর দেখতে হবে না, ঘণ্টাকয়েকের জন্য চরাচর না হোক, বাড়ির ঘরগুলো ডুবে যাবেই অন্ধকারে। তার পর সামনে আসছে পুজো, ওই সময়েও নানা কারণে মাঝে মাঝে কয়েক অঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা হয় বইকি! আর যাঁরা লোডশেডিং-প্রবণ এলাকায় বাস করেন, তাঁদের কথা ছেড়েই দেওয়া যাক, সেখানে তো সব সময়েই আলোর এই নেই, এই আছি খেলা চলতেই থাকে।
শহরাঞ্চলে, বলতে নেই, কারেন্ট চলে যাওয়ার উপদ্রব হালে অনেকটাই কমে এসেছে। তা বলে একেবারেই যে লোডশেডিং হয় না, এমনটাও নয়। এই বাদলার দিনে ঝড়ে-জলে পোস্টের তার ছিঁড়ে গেলেই আর দেখতে হবে না, ঘণ্টাকয়েকের জন্য চরাচর না হোক, বাড়ির ঘরগুলো ডুবে যাবেই অন্ধকারে। তার পর সামনে আসছে পুজো, ওই সময়েও নানা কারণে মাঝে মাঝে কয়েক অঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা হয় বইকি! আর যাঁরা লোডশেডিং-প্রবণ এলাকায় বাস করেন, তাঁদের কথা ছেড়েই দেওয়া যাক, সেখানে তো সব সময়েই আলোর এই নেই, এই আছি খেলা চলতেই থাকে।
advertisement
2/7
তা, এর সঙ্গে যদি লড়তে হয়, সেক্ষেত্রে উপায় কী? সকলেই বলবেন ইনভার্টার বা জেনারেটরের কথা। কিন্তু সেক্ষেত্রে টাকার সমস‍্যা আছে, ফলে আমরা ওই পথে যাব না। আমরা বলব ইনভার্টার বাল্বের কথা। আলো চলে গেলেও ঘণ্টাচারেক পর্যন্ত ঘর আলোকিত রাখে এই নয়া প্রযুক্তির উপহার, দামেও বেশ সস্তাই। কী কী বিকল্প আছে অতএব আমাদের হাতে এ হেন বাল্বের জগতে, সেটাই এক ঝলকে দেখে নিলে কেমন হয়?
তা, এর সঙ্গে যদি লড়তে হয়, সেক্ষেত্রে উপায় কী? সকলেই বলবেন ইনভার্টার বা জেনারেটরের কথা। কিন্তু সেক্ষেত্রে টাকার সমস‍্যা আছে, ফলে আমরা ওই পথে যাব না। আমরা বলব ইনভার্টার বাল্বের কথা। আলো চলে গেলেও ঘণ্টাচারেক পর্যন্ত ঘর আলোকিত রাখে এই নয়া প্রযুক্তির উপহার, দামেও বেশ সস্তাই। কী কী বিকল্প আছে অতএব আমাদের হাতে এ হেন বাল্বের জগতে, সেটাই এক ঝলকে দেখে নিলে কেমন হয়?
advertisement
3/7
Bajaj LEDZ 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb Amazon থেকে আপাতত এই বাল্ব কেনা যাবে, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত। দাম মাত্র ২৮৯ টাকা।
Bajaj LEDZ 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb Amazon থেকে আপাতত এই বাল্ব কেনা যাবে, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত। দাম মাত্র ২৮৯ টাকা।
advertisement
4/7
Eveready 9W b22d LED Inverter Bulb ব্যাটারির দুনিয়ায় সেরা, ইনভার্টার বাল্বের দুনিয়াতেও নিজের কামাল দেখাচ্ছে সংস্থা। কারেন্ট যাওয়ার পরে ঘর ৪ ঘণ্টা পর্যন্ত আলোকিত রাখতে Amazon থেকে ২৭৯ টাকা দিয়ে কিনে ফেলা যেতেই পারে।
Eveready 9W b22d LED Inverter Bulb ব্যাটারির দুনিয়ায় সেরা, ইনভার্টার বাল্বের দুনিয়াতেও নিজের কামাল দেখাচ্ছে সংস্থা। কারেন্ট যাওয়ার পরে ঘর ৪ ঘণ্টা পর্যন্ত আলোকিত রাখতে Amazon থেকে ২৭৯ টাকা দিয়ে কিনে ফেলা যেতেই পারে।
advertisement
5/7
Halonix 8.5 Watt B22 LED White Rechargeable Emergency light এটাও কিনতে হবে Amazon থেকে, দাম ২৮৮ টাকা, তবে আলো দেবে বড় জোর ৩ ঘণ্টা পর্যন্ত।
Halonix 8.5 Watt B22 LED White Rechargeable Emergency light এটাও কিনতে হবে Amazon থেকে, দাম ২৮৮ টাকা, তবে আলো দেবে বড় জোর ৩ ঘণ্টা পর্যন্ত।
advertisement
6/7
Orient Electric Inverter Emergency LED Light Bulbs ১২ ওয়াটের এই বাল্বের দাম ৫৬০ টাকা, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত, পাওয়া যাবে Amazon-এ।
Orient Electric Inverter Emergency LED Light Bulbs ১২ ওয়াটের এই বাল্বের দাম ৫৬০ টাকা, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত, পাওয়া যাবে Amazon-এ।
advertisement
7/7
 PHILIPS 10W B22 LED Emergency Inverter Bulb বাল্বের কথা হচ্ছে আর তালিকায় PHILIPS থাকবে না, তাও কী হয়! ১০ ওয়াটের এই এলইডি বাল্ব Amazon-এ আছে, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত। দাম মাত্র ৫০১ টাকা।
PHILIPS 10W B22 LED Emergency Inverter Bulb বাল্বের কথা হচ্ছে আর তালিকায় PHILIPS থাকবে না, তাও কী হয়! ১০ ওয়াটের এই এলইডি বাল্ব Amazon-এ আছে, জ্বলবে কারেন্ট চলে যাওয়ার পরে ৪ ঘণ্টা পর্যন্ত। দাম মাত্র ৫০১ টাকা।
advertisement
advertisement
advertisement