Inverter Bulb: কারেন্ট চলে গেলেও জ্বলবে আলো! দামেও সস্তা এই ইনভার্টার বাল্ব আপনার বাড়িতে আছে তো?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
কী কী বিকল্প আছে অতএব আমাদের হাতে এ হেন বাল্বের জগতে, সেটাই এক ঝলকে দেখে নিলে কেমন হয়?
শহরাঞ্চলে, বলতে নেই, কারেন্ট চলে যাওয়ার উপদ্রব হালে অনেকটাই কমে এসেছে। তা বলে একেবারেই যে লোডশেডিং হয় না, এমনটাও নয়। এই বাদলার দিনে ঝড়ে-জলে পোস্টের তার ছিঁড়ে গেলেই আর দেখতে হবে না, ঘণ্টাকয়েকের জন্য চরাচর না হোক, বাড়ির ঘরগুলো ডুবে যাবেই অন্ধকারে। তার পর সামনে আসছে পুজো, ওই সময়েও নানা কারণে মাঝে মাঝে কয়েক অঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা হয় বইকি! আর যাঁরা লোডশেডিং-প্রবণ এলাকায় বাস করেন, তাঁদের কথা ছেড়েই দেওয়া যাক, সেখানে তো সব সময়েই আলোর এই নেই, এই আছি খেলা চলতেই থাকে।
advertisement
তা, এর সঙ্গে যদি লড়তে হয়, সেক্ষেত্রে উপায় কী? সকলেই বলবেন ইনভার্টার বা জেনারেটরের কথা। কিন্তু সেক্ষেত্রে টাকার সমস্যা আছে, ফলে আমরা ওই পথে যাব না। আমরা বলব ইনভার্টার বাল্বের কথা। আলো চলে গেলেও ঘণ্টাচারেক পর্যন্ত ঘর আলোকিত রাখে এই নয়া প্রযুক্তির উপহার, দামেও বেশ সস্তাই। কী কী বিকল্প আছে অতএব আমাদের হাতে এ হেন বাল্বের জগতে, সেটাই এক ঝলকে দেখে নিলে কেমন হয়?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







