ভুলেও এই ৩২ PASSWORD সেট করবেন না! আটাকানো যাবে না আর্থিক জালিয়াতি, তালিকা মিলিয়ে সতর্ক হন এখনই

Last Updated:
এই পাসওয়ার্ডগুলি সাধারণ মানুষ বা হ্যাকার সকলের জন্যেই ক্র্যাক করা সহজ।
1/8
পাসওয়ার্ড সেট করা আর জীবনের বড় কোনও সিদ্ধান্ত নেওয়া- এই দুই যেন একই ব্যাপার। দুটোর ক্ষেত্রেই প্রচুর হিসেব কষে তার পর এগোতে হয়, সাব্যস্ত করতে হয় চূড়ান্ত সিদ্ধান্ত। এবার সেটা ঠিক হলে আমরা নিরাপদ, না হলেই সর্বনাশ! যদি পাসওয়ার্ডের কথাই ওঠে, তাহলে এর মধ্যে আর্থিক জালিয়াতির প্রসঙ্গও উঠবে।
পাসওয়ার্ড সেট করা আর জীবনের বড় কোনও সিদ্ধান্ত নেওয়া- এই দুই যেন একই ব্যাপার। দুটোর ক্ষেত্রেই প্রচুর হিসেব কষে তার পর এগোতে হয়, সাব্যস্ত করতে হয় চূড়ান্ত সিদ্ধান্ত। এবার সেটা ঠিক হলে আমরা নিরাপদ, না হলেই সর্বনাশ! যদি পাসওয়ার্ডের কথাই ওঠে, তাহলে এর মধ্যে আর্থিক জালিয়াতির প্রসঙ্গও উঠবে।
advertisement
2/8
কেন না, একটি বিখ্যাত ইমিউনিওয়েব কোম্পানি এমন পাসওয়ার্ড তালিকাভুক্ত করেছে যা সাধারণ মানুষ বা হ্যাকার সকলের জন্যেই ক্র্যাক করা সহজ। এই পাসওয়ার্ডগুলি এমন যা বেশিরভাগ হ্যাকারদের তালিকায় রয়েছে। মনে রাখতে হবে আমরা যেন কখনওই এমন পাসওয়ার্ড ব্যবহার না করি যা হ্যাকারদের পক্ষে খুব সহজেই অনুমান করা যায়। গত একবছরে প্রায় ১.৬ অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছিল। এদের মধ্যে প্রায় ৩২টি এমন পাসওয়ার্ড ছিল যা ওই অ্যাকাউন্টের মালিকরা ব্যবহার করতেন।
কেন না, একটি বিখ্যাত ইমিউনিওয়েব কোম্পানি এমন পাসওয়ার্ড তালিকাভুক্ত করেছে যা সাধারণ মানুষ বা হ্যাকার সকলের জন্যেই ক্র্যাক করা সহজ। এই পাসওয়ার্ডগুলি এমন যা বেশিরভাগ হ্যাকারদের তালিকায় রয়েছে। মনে রাখতে হবে আমরা যেন কখনওই এমন পাসওয়ার্ড ব্যবহার না করি যা হ্যাকারদের পক্ষে খুব সহজেই অনুমান করা যায়। গত একবছরে প্রায় ১.৬ অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছিল। এদের মধ্যে প্রায় ৩২টি এমন পাসওয়ার্ড ছিল যা ওই অ্যাকাউন্টের মালিকরা ব্যবহার করতেন।
advertisement
3/8
বর্তমানে ক্রমবর্ধমান সাইক্রামের কারণে সাইবার বিশেষজ্ঞরা বারে বারে সাধারণ মানুষদের সতর্ক করে দিচ্ছেন যাতে আমরা কোনও ভাবেই হ্যাকারদের ফাঁদে পা না দিই।
বর্তমানে ক্রমবর্ধমান সাইক্রামের কারণে সাইবার বিশেষজ্ঞরা বারে বারে সাধারণ মানুষদের সতর্ক করে দিচ্ছেন যাতে আমরা কোনও ভাবেই হ্যাকারদের ফাঁদে পা না দিই।
advertisement
4/8
এই তালিকায় থাকা ৩২টি পাসওয়ার্ড হল-
এই তালিকায় থাকা ৩২টি পাসওয়ার্ড হল-
advertisement
5/8
- 000000  - 111111  - 112233  - 123456  - 12345678  - 123456789  - 1qaz2wsx  - 3154061
- 000000 - 111111 - 112233 - 123456 - 12345678 - 123456789 - 1qaz2wsx - 3154061
advertisement
6/8
- 456a33  - 66936455  - 789_234  - aaaaaa  - abc123  - career121  - carrier  - comdy  - cheer!  - cheezy  - exigent  - old123ma  - opensesame  - pass1  - passer
- 456a33 - 66936455 - 789_234 - aaaaaa - abc123 - career121 - carrier - comdy - cheer! - cheezy - exigent - old123ma - opensesame - pass1 - passer
advertisement
7/8
- passw0rd  - password  - password1  - penispenis  - !qaz1qaz  - Soccer1  - Student  - Welcome
- passw0rd - password - password1 - penispenis - !qaz1qaz - Soccer1 - Student - Welcome
advertisement
8/8
সাইবার বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ডে কখনওই নিজের জন্ম তারিখ রাখা উচিত নয়। কেন না, হ্যাকাররা এই অনুমানটি খুব সহজেই কাজে লাগিয়ে আমাদের সর্বস্বান্ত করতে পারেন। শুধুমাত্র হ্যাকার নয়, অনেকক্ষেত্রে পরিচিত মানুষরাও এই ধরনের অনুমান করে নিতে পারেন।
সাইবার বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ডে কখনওই নিজের জন্ম তারিখ রাখা উচিত নয়। কেন না, হ্যাকাররা এই অনুমানটি খুব সহজেই কাজে লাগিয়ে আমাদের সর্বস্বান্ত করতে পারেন। শুধুমাত্র হ্যাকার নয়, অনেকক্ষেত্রে পরিচিত মানুষরাও এই ধরনের অনুমান করে নিতে পারেন।
advertisement
advertisement
advertisement