সামনেই দীপাবলী, আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য গ্যাজেটের চেয়ে ভাল কিছু হয় না

Last Updated:
এক নজরে দেখে নিন সেরা পাঁচটি গ্যাজেট যা দীপাবলীতে প্রিয়জনের হাতে তুলে দিতে পারেন আপনি
1/7
হাতে দু'-সপ্তাহেরও কম সময়। এ দিকে মনে সংক্রমণের আতঙ্ক। তা বলে কি দীপাবলির আনন্দ মাটি হয়ে যাবে? প্রিয়জনদের উপহার দেওয়া, সৌজন্য বিনিময় সব বন্ধ হয়ে যাবে? না, এ ভাবে ভাবার কোনও কারণ নেই। বেশি বাইরে বেরোচ্ছেন না ঠিকই, তবে বাড়িতে বসেই আপনার প্রিয়জনের জন্য অনলাইনে অর্ডার দিতে পারেন যে কোনও সামগ্রী। এ ক্ষেত্রে বাজেটের মধ্যেই ফিটনেস ট্র্যাকার, সাউন্ডবারসহ একাধিক ডিভাইজ বেছে নিতে পারেন। এক নজরে দেখে নিন সেরা পাঁচটি গ্যাজেট, যেগুলি এ বারের দীপাবলীতে প্রিয়জনের হাতে তুলে দিতে পারেন আপনি
হাতে দু'-সপ্তাহেরও কম সময়। এ দিকে মনে সংক্রমণের আতঙ্ক। তা বলে কি দীপাবলির আনন্দ মাটি হয়ে যাবে? প্রিয়জনদের উপহার দেওয়া, সৌজন্য বিনিময় সব বন্ধ হয়ে যাবে? না, এ ভাবে ভাবার কোনও কারণ নেই। বেশি বাইরে বেরোচ্ছেন না ঠিকই, তবে বাড়িতে বসেই আপনার প্রিয়জনের জন্য অনলাইনে অর্ডার দিতে পারেন যে কোনও সামগ্রী। এ ক্ষেত্রে বাজেটের মধ্যেই ফিটনেস ট্র্যাকার, সাউন্ডবারসহ একাধিক ডিভাইজ বেছে নিতে পারেন। এক নজরে দেখে নিন সেরা পাঁচটি গ্যাজেট, যেগুলি এ বারের দীপাবলীতে প্রিয়জনের হাতে তুলে দিতে পারেন আপনি
advertisement
2/7
Google-Nest-Audio - আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Google-এর এই লেটেস্ট স্মার্ট স্পিকারটিকে। এর দাম ৬,৯৯৯ টাকা। স্মার্ট ফিচারের পাশাপাশি লাউড সাউন্ডের চাহিদাও মেটাবে এই ডিভাইজ। দীপাবলীর সময়ে, বিশেষ করে উইকেন্ডে আপনার প্রিয়জনের জন্য এই পারফেক্ট গিফ্ট হতে পারে ডিভাইজটি।
Google-Nest-Audio - আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Google-এর এই লেটেস্ট স্মার্ট স্পিকারটিকে। এর দাম ৬,৯৯৯ টাকা। স্মার্ট ফিচারের পাশাপাশি লাউড সাউন্ডের চাহিদাও মেটাবে এই ডিভাইজ। দীপাবলীর সময়ে, বিশেষ করে উইকেন্ডে আপনার প্রিয়জনের জন্য এই পারফেক্ট গিফ্ট হতে পারে ডিভাইজটি।
advertisement
3/7
Mi Watch Revolve - যাঁরা বাজেটের মধ্যে স্মার্টওয়াচ চাইছেন, তাঁদের জন্য বেস্ট অপশন হতে পারে Xiaomi-র এই স্মার্ট ওয়াচ। এর দাম ৯,৯৯৯ টাকা। এই স্মার্ট ঘড়িতে রয়েছে একাধিক ফিটনেস ফিচার। এর ১.৩৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে আপনার নজর কাড়বে। মিডনাইট ব্ল্যাক ও ক্রোম সিলভার অপশনে পাওয়া যাবে এই ঘড়ি।
Mi Watch Revolve - যাঁরা বাজেটের মধ্যে স্মার্টওয়াচ চাইছেন, তাঁদের জন্য বেস্ট অপশন হতে পারে Xiaomi-র এই স্মার্ট ওয়াচ। এর দাম ৯,৯৯৯ টাকা। এই স্মার্ট ঘড়িতে রয়েছে একাধিক ফিটনেস ফিচার। এর ১.৩৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে আপনার নজর কাড়বে। মিডনাইট ব্ল্যাক ও ক্রোম সিলভার অপশনে পাওয়া যাবে এই ঘড়ি।
advertisement
4/7
Realme Buds Wireless Pro - যদি পার্সোনাল অডিও ডিভাইজ সেগমেন্টে কিছু গিফ্ট করতে চান, তা হলে ভালো অপশন হতে পারে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারসহ এই Realme Buds Wireless Pro। LDAC সাপোর্ট এই ডিভাইজের দাম ২,৯৯৯ টাকা। হালকা ওজনের এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এর ব্যাটারি লাইফ ২২ ঘণ্টা।
Realme Buds Wireless Pro - যদি পার্সোনাল অডিও ডিভাইজ সেগমেন্টে কিছু গিফ্ট করতে চান, তা হলে ভালো অপশন হতে পারে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারসহ এই Realme Buds Wireless Pro। LDAC সাপোর্ট এই ডিভাইজের দাম ২,৯৯৯ টাকা। হালকা ওজনের এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এর ব্যাটারি লাইফ ২২ ঘণ্টা।
advertisement
5/7
Spider Man Miles Morales - আপনার যদি কোনও গেমার বন্ধু থাকে, তা হলে তাঁর জন্য এই Spider Man Miles Morales সেরা উপহার হতে পারে। ১১ নভেম্বর লঞ্চ করেছে এই ডিভাইজ। এর দাম ৩,৯৯৯ টাকা।
Spider Man Miles Morales - আপনার যদি কোনও গেমার বন্ধু থাকে, তা হলে তাঁর জন্য এই Spider Man Miles Morales সেরা উপহার হতে পারে। ১১ নভেম্বর লঞ্চ করেছে এই ডিভাইজ। এর দাম ৩,৯৯৯ টাকা।
advertisement
6/7
Samsung HW-T550 soundbar - যদি আপনার বন্ধু লাউড মিউজিক পছন্দ করেন বা অবসরে টিভিতে ডুব দেন, তা হলে তাঁর জন্য সেরা উপহার হতে পারে এই Samsung HW-T550 soundbar। এর দাম ২১,৯৯০ টাকা। এতে Dolby Digital ও DTS দুই সাপোর্ট করে। এই সাউন্ডবারের 3D আউটপুট যে কোনও শ্রোতার কাছে এক মনোরম অভিজ্ঞতা।
Samsung HW-T550 soundbar - যদি আপনার বন্ধু লাউড মিউজিক পছন্দ করেন বা অবসরে টিভিতে ডুব দেন, তা হলে তাঁর জন্য সেরা উপহার হতে পারে এই Samsung HW-T550 soundbar। এর দাম ২১,৯৯০ টাকা। এতে Dolby Digital ও DTS দুই সাপোর্ট করে। এই সাউন্ডবারের 3D আউটপুট যে কোনও শ্রোতার কাছে এক মনোরম অভিজ্ঞতা।
advertisement
7/7
তাই আর দেরি না করে আজই Flipkart বা Amazon-এর ওয়েবসাইটে যান। চটপট এই ডিভাইজগুলি সার্চ করুন। ফিচারগুলি চেক করে নিয়ে আর দাম দেখে অর্ডার করে দিন।
তাই আর দেরি না করে আজই Flipkart বা Amazon-এর ওয়েবসাইটে যান। চটপট এই ডিভাইজগুলি সার্চ করুন। ফিচারগুলি চেক করে নিয়ে আর দাম দেখে অর্ডার করে দিন।
advertisement
advertisement
advertisement