Diwali 2023: দীপাবলিতে অনলাইন কেনাকাটা তুঙ্গে! এত কী কিনছেন দেশের মানুষ? জানলে চমকে যাবেন

Last Updated:
Diwali 2023 Online Shopping: অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত একের পর এক উৎসবকে কেন্দ্র করে চলে কেনাবেচার মহোৎসব। এই সময় প্রায় সমস্ত ই-কমার্স সংস্থাই ক্রেতাদের জন্য বিশেষ অফার।
1/8
*সারা দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। সপ্তাহের শেষেই পালিত হবে দীপাবলি। এই সময় সকলেই কিছু না কিছু কেনাকাটা করে থাকেন, নিজের জন্য, পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবের জন্য। এই সময়টা ব্যবসায়ীরাও তাদের আয় বাড়িয়ে নেওয়ার জন্য ব্যবহার করেন। গত কয়েক বছর ধরে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ই-কমার্স সংস্থাগুলি। সংগৃহীত ছবি। 
*সারা দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। সপ্তাহের শেষেই পালিত হবে দীপাবলি। এই সময় সকলেই কিছু না কিছু কেনাকাটা করে থাকেন, নিজের জন্য, পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবের জন্য। এই সময়টা ব্যবসায়ীরাও তাদের আয় বাড়িয়ে নেওয়ার জন্য ব্যবহার করেন। গত কয়েক বছর ধরে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ই-কমার্স সংস্থাগুলি। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত একের পর এক উৎসবকে কেন্দ্র করে চলে কেনাবেচার মহোৎসব। এই সময় প্রায় সমস্ত ই-কমার্স সংস্থাই ক্রেতাদের জন্য বিশেষ অফার। সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যায় দামি গ্যাজেট, ঘর সাজানোর সামগ্রী, প্রয়োজনীয় হোম এপ্লায়েন্সেস বা মনের মতো পোশাক। সংগৃহীত ছবি। 
*অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত একের পর এক উৎসবকে কেন্দ্র করে চলে কেনাবেচার মহোৎসব। এই সময় প্রায় সমস্ত ই-কমার্স সংস্থাই ক্রেতাদের জন্য বিশেষ অফার। সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যায় দামি গ্যাজেট, ঘর সাজানোর সামগ্রী, প্রয়োজনীয় হোম এপ্লায়েন্সেস বা মনের মতো পোশাক। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*স্মার্টফোন এই ক্ষেত্রে খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেনাকাটার জন্য আর ভিড়ে ঠাসা বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। আলাদা সময় বের করতে হয় না। বরং বাড়িতে বসেই হাজার হাজার পণ্যের মধ্যে থেকে বেছে নেওয়া যায় নিজের পছন্দের জিনিসটি। এমনকী স্থানীয় বাজার ছাড়িয়ে বহু দূর থেকেও আনিয়ে নেওয়া যায় সেগুলি। নানা ধরনের অ্যাপের তাই রমরমা। সংগৃহীত ছবি। 
*স্মার্টফোন এই ক্ষেত্রে খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেনাকাটার জন্য আর ভিড়ে ঠাসা বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। আলাদা সময় বের করতে হয় না। বরং বাড়িতে বসেই হাজার হাজার পণ্যের মধ্যে থেকে বেছে নেওয়া যায় নিজের পছন্দের জিনিসটি। এমনকী স্থানীয় বাজার ছাড়িয়ে বহু দূর থেকেও আনিয়ে নেওয়া যায় সেগুলি। নানা ধরনের অ্যাপের তাই রমরমা। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*ফ্যাশন ও পোশাকঃ গত কয়েক বছরে পোশাক কেনাকাটা অনেকখানি বেড়েছে। শুধু তাই নয়, এই কেনাকাটায় গ্লোবাল ফ্যাশনের প্রভাব পড়েছে অনেক বেশি। বলিউড তো বটেই, এমনকী হলিউড ট্রেন্ড মেনেও কেনাকাটা করতে পারছেন খুব ছোট শহরের মানুষও।
*ফ্যাশন ও পোশাকঃ গত কয়েক বছরে পোশাক কেনাকাটা অনেকখানি বেড়েছে। শুধু তাই নয়, এই কেনাকাটায় গ্লোবাল ফ্যাশনের প্রভাব পড়েছে অনেক বেশি। বলিউড তো বটেই, এমনকী হলিউড ট্রেন্ড মেনেও কেনাকাটা করতে পারছেন খুব ছোট শহরের মানুষও।
advertisement
5/8
*সাশ্রয়ী মূল্যেই, ঘরের দরজায় পাওয়া যাচ্ছে নামী নায়িকার ব্যবহার করা পোশাকের মতো দেখতে পোশাক। দুর্গাপুজো বা দীপাবলির সময় জামা-কাপড় বা ব্যাগ, জুতো, বেল্ট বা ঝুটো গয়নার মতো সামগ্রীর বিক্রি বেড়ে যায়। সংগৃহীত ছবি। 
*সাশ্রয়ী মূল্যেই, ঘরের দরজায় পাওয়া যাচ্ছে নামী নায়িকার ব্যবহার করা পোশাকের মতো দেখতে পোশাক। দুর্গাপুজো বা দীপাবলির সময় জামা-কাপড় বা ব্যাগ, জুতো, বেল্ট বা ঝুটো গয়নার মতো সামগ্রীর বিক্রি বেড়ে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*হোম অ্যাপ্লায়েন্সেসঃ গৃহস্থালীর জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্যও এতদিন নির্ভর করতে হত স্থানীয় বাজারের উপর। কিন্তু এখন ই-কমার্স সংস্থাগুলি এত বেশি ছাড়ের প্রতিশ্রুতি দেয়, যে মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন উৎসব মরশুমের ছাড়ের জন্য। টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন থেকে শুরু করে আধুনিক বাসনপত্র সবই এখন অনলাইনে কেনাকাটা করেন অনেকে। সংগৃহীত ছবি।
*হোম অ্যাপ্লায়েন্সেসঃ গৃহস্থালীর জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্যও এতদিন নির্ভর করতে হত স্থানীয় বাজারের উপর। কিন্তু এখন ই-কমার্স সংস্থাগুলি এত বেশি ছাড়ের প্রতিশ্রুতি দেয়, যে মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন উৎসব মরশুমের ছাড়ের জন্য। টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন থেকে শুরু করে আধুনিক বাসনপত্র সবই এখন অনলাইনে কেনাকাটা করেন অনেকে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*গৃহসজ্জার উপকরণঃ বিছানার চাদর থেকে পর্দা, দেওয়াল ঘড়ি থেকে ল্যাম্প শেড বা ভাল দেওয়াল চিত্র— সবই এখন অনলাইন অ্যাপে কেনাকাটা করা যায়। সংগৃহীত ছবি। 
*গৃহসজ্জার উপকরণঃ বিছানার চাদর থেকে পর্দা, দেওয়াল ঘড়ি থেকে ল্যাম্প শেড বা ভাল দেওয়াল চিত্র— সবই এখন অনলাইন অ্যাপে কেনাকাটা করা যায়। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*উপহার সামগ্রীঃ বন্ধু বা পরিজনকে উৎসব মরশুমে উপহার দিতেই হয়। সেক্ষেত্রেও আজকাল ভরসা করা হয়। এমনকী সেই সব উপহার নিজের মতো করে তৈরি করিয়েও নেওয়া যায়। সংগৃহীত ছবি।
*উপহার সামগ্রীঃ বন্ধু বা পরিজনকে উৎসব মরশুমে উপহার দিতেই হয়। সেক্ষেত্রেও আজকাল ভরসা করা হয়। এমনকী সেই সব উপহার নিজের মতো করে তৈরি করিয়েও নেওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement