Cyber Fraud: ‘ভাই ১ লাখ টাকা এখুনি দরকার, একটু পাঠিয়ে দিবি’- আদৌ দাদা ফোন করেছে তো
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Cyber Fraud: হঠাৎ কোনও আত্মীয় ফোনে টাকা চাইছেন! যাচাই না করলে পড়তে পারেন ভয়েস ক্লোনিং কেলেঙ্কারির ফাঁদে
: জেনারেটিভ AI এবং উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম ডেকে এনেছে এক ভয়ঙ্কর বিপদ। সাইবার জালিয়াতির দরজা হাট করে খুলে দিচ্ছে প্রযুক্তির উন্নতি। ইতিমধ্যেই আমরা Deepfake ভিডিও-র কথা শুনেছি। সেখানে স্ক্যামাররা জনপ্রিয় সেলিব্রিটিদের বিশ্বাসযোগ্য কিছু জাল ভিডিও তৈরি করতে AI-কে ব্যবহার করছে। ঠিক একই ভাবে আসছে ভয়েস ক্লোনিং-এর বিপদ। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে প্রতারণার এই নতুন কৌশলের কথা।
advertisement
অত্যাধুনিক ভয়েস ক্লোনিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে। এই পদ্ধতিতে জালিয়াতরা কারও পরিবারের সদস্যদের গলা নকল করে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। মাত্র কয়েক সপ্তাহ আগে, সংবাদ মাধ্যমে একটি ঘটনার কথা জানা গিয়েছিল, সেখানে দিল্লির এক বৃদ্ধ ৫০ হাজার টাকা জালিয়াতির অভিযোগ করেছিলেন। তাঁর খুড়তুতো ভাইয়ের ছেলেকে অপহরণ করা হয়েছে ভেবে তিনি প্রতারিত হন। প্রতারক, উন্নত কৌশল অবলম্বন করে, ছেলেটির একটি ক্লোন করা ভয়েস রেকর্ডিং চালিয়ে চাপ প্রয়োগ করে। আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি Paytm-এর মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন।
advertisement
advertisement
advertisement
advertisement