CMF Phone 2 Pro Launch: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, নজরকাড়া ডিজাইন লঞ্চ হল CMF Phone 2 Pro! এক ঝলকে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
CMF Phone 2 Pro Launch: দেশের বাজারে CMF Phone 2 Pro-এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে । ভারতে CMF Phone 2 Pro-এর সেল শুরু হচ্ছে ৫ মে থেকে
প্রথম যখন দেশে এল, সংস্থার নাম শুনে চমকে উঠেছিলেন অনেকেই। নামে Nothing হলেও কার্যত তাদের ডিভাইস যে 'Everything' অফার করে, সে কথা খুব তাড়াতাড়িই মেনে নিতে বাধ্য হলেন ইউজাররা। সবচেয়ে বেশি নজর কাড়ল ফোনের ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। এ হেন Nothing-এর তরফ থেকে ভার ভারতের বাজারে লঞ্চ হল CMF Phone 2 Pro।
advertisement
advertisement
ভারতে CMF Phone 2 Pro-এর দাম - দেশের বাজারে CMF Phone 2 Pro-এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে, 8GB + 128GB মডেলের জন্য এই দাম নিরধারিত হয়েছে। অন্য দিকে, 8GB + 256GB ভ্যারিয়েন্টের জন্য দাম পড়বে ২০,৯৯৯ টাকা। লঞ্চ হয়ে গেলেও কেনাকাটা এখনও শুরু হয়নি, ভারতে CMF Phone 2 Pro-এর সেল শুরু হচ্ছে ৫ মে, ২০২৫ তারিখ থেকে।
advertisement
advertisement
advertisement
advertisement