CMF Phone 2 Pro Launch: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, নজরকাড়া ডিজাইন লঞ্চ হল CMF Phone 2 Pro! এক ঝলকে দেখে নিন দাম ও স্পেসিফিকেশন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
CMF Phone 2 Pro Launch: দেশের বাজারে CMF Phone 2 Pro-এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে । ভারতে CMF Phone 2 Pro-এর সেল শুরু হচ্ছে ৫ মে থেকে
প্রথম যখন দেশে এল, সংস্থার নাম শুনে চমকে উঠেছিলেন অনেকেই। নামে Nothing হলেও কার্যত তাদের ডিভাইস যে 'Everything' অফার করে, সে কথা খুব তাড়াতাড়িই মেনে নিতে বাধ্য হলেন ইউজাররা। সবচেয়ে বেশি নজর কাড়ল ফোনের ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। এ হেন Nothing-এর তরফ থেকে ভার ভারতের বাজারে লঞ্চ হল CMF Phone 2 Pro।
advertisement
নতুন মিড রেঞ্জ ফোনটি মডিউলার ডিজাইনের উপরেই জোর দিয়েছে এবং কিছু নতুন বৈশিষ্ট্যও নিয়ে এসেছে যার মধ্যে টেলিফটো লেন্সের কথা বলতেই হয়। CMF Pro মডেলটি প্রথম CMF ফোনের মতোই একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেটে চলে, ক্রেতাদের জন্য তা উজ্জ্বল রঙের বিকল্পও অফার করে।
advertisement
ভারতে CMF Phone 2 Pro-এর দাম - দেশের বাজারে CMF Phone 2 Pro-এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে, 8GB + 128GB মডেলের জন্য এই দাম নিরধারিত হয়েছে। অন্য দিকে, 8GB + 256GB ভ্যারিয়েন্টের জন্য দাম পড়বে ২০,৯৯৯ টাকা। লঞ্চ হয়ে গেলেও কেনাকাটা এখনও শুরু হয়নি, ভারতে CMF Phone 2 Pro-এর সেল শুরু হচ্ছে ৫ মে, ২০২৫ তারিখ থেকে।
advertisement
CMF Phone 2 Pro-এর স্পেসিফিকেশন - CMF Phone 2 Pro নতুন এক মডিউলার ডিজাইনের ফোন হিসেবে বাজারে এল! এই ফোনের পিছনের প্যানেলটি প্রতিস্থাপনযোগ্য, ইউজার চাইলে নতুন কিছু অ্যাডও করতে পারেন। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেসের 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে।
advertisement
মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 Pro চিপসেট 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ ডিভাইসটিকে গড়ে তুলেছে। এটিই প্রথম সিএমএফ ফোন যেখানে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। এর মধ্যে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।
advertisement
CMF Phone 2 Pro-তে Nothing OS 3.0 ভার্সনটি সম্পূর্ণরূপেই পাওয়া যাবে। সঙ্গে এতে ৩টি OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই বছরের শুরুতে Phone 3a সিরিজের সঙ্গে আসা Essential Key এবং Space অ্যাপটিও এই ডিভাইসে আছে।
advertisement