China Mosquito Drone: নিঃশব্দে উড়ে হাঁড়ির খবর বের করতে সক্ষম! বিশ্বকে চমকে দিল চিনের বিশেষ 'মশা ড্রোন'
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
China Mosquito Drone: চিন তৈরি করেছে একটি মশার আকৃতির অত্যন্ত ক্ষুদ্র ড্রোন, যার পাখনা ও অতিসূক্ষ্ম কাঠামো একে প্রায় অদৃশ্য করে তোলে। এই ড্রোন নিঃশব্দে উড়ে রাডার এড়িয়ে যে কোনও অভিযানে অনায়াসে প্রবেশ করতে সক্ষম, যা ভবিষ্যতের গোয়েন্দা প্রযুক্তিতে এক নতুন বিপ্লব ডেকে আনতে পারে, বিস্তারিত জানুন এই মশা ড্রোন সম্পর্কে...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চিন সরকারের মালিকানাধীন CCTV-7 চ্যানেলে সম্প্রতি এই মাইক্রো ড্রোনের ভিডিও দেখা যায়। সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিয়াং হেক্সিয়াং ড্রোনটি তুলে ধরে বলেন—এটা পুরোটাই মশার মতো, এবং যুদ্ধের মঞ্চে সম্পূর্ণ আড়ালে থেকে কাজ করে যেতে পারে৷ এছাড়াও সেনা বাহিনির বিশেষ অপারেশনের কাজে এই দারুণ কার্যকর হবে।
advertisement
advertisement
advertisement
২০১৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক টিম “RoboBee” নামে একটি মাইক্রো ড্রোন তৈরি শুরু করে। ২০২১ সালে মার্কিন বিমান বাহিনীরও আগ্রহ প্রকাশ পায় এই ধরনের ড্রোনে। যদিও তাদের প্রকল্পের তেমন কোনো যোগ্যতা বা অগ্রগতির তথ্য এখন পর্যন্ত প্রকাশ পায়নি। তবে মাইক্রোবট প্রযুক্তি শুধু সামরিক নয়, চিকিৎসা ক্ষেত্রে থেরাপি, সার্জারি ও ইমেজিং প্রযুক্তিতেও এক নতুন বিপ্লবের সূচনা করতে চলেছে।