Wachine Machine Check: ওয়াশিং মেশিনের ভিতরের এই 'ছোট্ট জিনিসটা' যেন 'প্রাণ ভোমরা'! চালানোর আগে দেখে না নিলে কাপড় নোংরাই থাকবে, ৯০ শতাংশই ভুল করেন
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
Cleaning Hacks: মেশিন জলে ভরে, কাপড় ফেলে, ডিটারজেন্ট দিয়ে আমরা সবাই কাচাকুচি শুরু করে দিই। কিন্তু এই ব্যাপারটা শুরু করার আগে 'একটা জিনিস' দেখে নিতে হয়।
ব্যস্ততম জীবনযাপনের সময়ে গৃহস্থালির মুশকিল আসান করে থাকে যন্ত্র। চটপট রান্না থেকে খাবার গরম করার জন্য মাইক্রোওভেন, গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে এসি, কাপড় কেচে কেচে হাতে আর কাঁধে ব্যথার বদলে ওয়াশিং মেশিন এই সব আর কী। এই সব জিনিসগুলো এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। অন্তত ওয়াশিং মেশিন তো বটেই। হাতে কাপড় কাচার দিন এখন শেষ বললেই চলে।
advertisement
advertisement
তবে, কথা হল, ওয়াশিং মেশিন ব্যবহার করার হরেক একটা নিয়ম রয়েছে। কীভাবে চালাতে হয়, সেই নিয়মের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে আনুষঙ্গিক বিষয়ের কথা। যেমন গরম জলের বদলে ঠান্ডা জল ব্যবহার করা, কড়া ডিটারজেন্টের বদলে নরম লিকুইড ফ্যাব্রিক ওয়াশ ব্যবহার করা, মেশিনের যা ক্ষমতা তার চেয়ে বেশি কাপড় কাচতে না দেওয়া ইত্যাদি। এগুলো মেশিনে কাপড় কাচার একেবারে প্রাথমিক শর্ত।
advertisement
advertisement
advertisement
advertisement