Cheap Recharge Plan: সারা দিন কল বেশি করেন? কিন্তু ইন্টারনেটের খুব একটা প্রয়োজন পড়ে না? জানুন Jio, Airtel, Vi এবং BSNL-এর সস্তার বার্ষিক রিচার্জ প্ল্যান
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Cheap Recharge Plan: Jio, Airtel, Vi এবং BSNL – এর মতো সংস্থা একাধিক ৩৬৫ দিনের প্রিপেড প্ল্যান অফার করে। এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলোর মূল্য ২০০০ টাকার কম
বহু গ্রাহকই ফোন রিচার্জের জন্য দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজে থাকেন। আসলে তাঁরা বারবার মোবাইল ফোন রিচার্জ করার ঝঞ্ঝাট পোহাতে চান না। সেই কারণে Jio, Airtel, Vi এবং BSNL-এর মতো টেলিকম সংস্থাগুলি ৩৬৫ দিনের একাধিক প্রিপেড প্ল্যান অফার করছে। যদিও বেশিরভাগ দীর্ঘমেয়াদি প্ল্যানই বেশ দামি। তবে কিছু কিছু প্ল্যান আছে, যা ২০০০ টাকার কমে পাওয়া যায়। আজকের প্রতিবেদনে আমরা এই ধরনের সস্তার সাশ্রয়ী দীর্ঘমেয়াদি প্রিপেড প্ল্যানের হদিশ দেব।
advertisement
Airtel-এর সস্তার অ্যানুয়াল রিচার্জ প্ল্যান: মাত্র ১৮৪৯ টাকায় ভয়েস এবং এসএমএস-ভিত্তিক দীর্ঘমেয়াদি প্ল্যান দিচ্ছে Airtel। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল এবং মোট ৩৬০০টি এসএমএস পেয়ে যাবেন। যদিও এই প্ল্যানের মধ্যে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকে না। এর পাশাপাশি এই প্ল্যানটি HelloTune, Apollo 24/7 Circle এবং স্প্যাম অ্যালার্ট বিনামূল্যে প্রদান করে। অন্যদিকে যাঁরা স্বল্প পরিমাণে ডেটা চান, তাঁদের আর একটু বেশি খরচ করতে হবে। এর জন্য Airtel রেখেছে ২২৪৯ টাকার রিচার্জ প্ল্যান। এক্ষেত্রে মিলবে ৩০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩৬০০টি এসএমএস। যার ভ্যালিডিটি ৩৬৫ দিন।
advertisement
Jio-র ৩৬৫ দিনের অ্যানুয়াল প্ল্যান: Jio-র ১৭৪৮ টাকার প্ল্যানে রয়েছে ৩৩৬ দিনের ভ্যালিডিটি। এতে শুধুমাত্র ভয়েস এবং এসএমএস বেনিফিট পাওয়া যায়। তবে এতে রয়েছে আনলিমিটেড কল এবং ৩৬০০টি এসএমএস-এর সুবিধা। ইন্টারনেটের জন্য অন্য একটি ডেটা প্যাক রিচার্জ করা যায়। এতে JioTV এবং Jio AI Cloud-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
advertisement
advertisement
BSNL-এর অ্যানুয়াল রিচার্জ প্ল্যান: BSNL-এর মাত্র ১১৯৮ টাকার প্ল্যানে পাওয়া যায় ৩০০ মিনিট কলিং, ৩ জিবি ডেটা এবং প্রতি মাসে ৩০টি এসএমএস-এর সুবিধা। ১ বছর ধরে প্রত্যেক মাসেই এই সুবিধা পেয়ে যাবেন গ্রাহক। এর পাশাপাশি যদি কেউ ১৪৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যান রিচার্জ করেন, তাহলে তিনি আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ২৪ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পেয়ে যাবেন।









