Car Travel Comfort Tips: টানা ৬-৮ ঘণ্টা গাড়ি চালালেও পিঠ-কোমর টনটন করবে না! লম্বা সফরের জন্য সেরা কুশনগুলি বেছে নিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Car Travel Comfort Tips: লম্বা গাড়ি সফরে পিঠ–কোমরে ব্যথা এড়াতে সঠিক কুশন ব্যবহার করা জরুরি। কোন কুশন কীভাবে আরাম দেয় এবং কোনটি আপনার জন্য সেরা—জেনে নিন বিস্তারিত
advertisement
advertisement
advertisement
advertisement
মেমরি ফোম কুশন: লম্বা সময়ে গাড়ি যাত্রার জন্য এই ধরনের কুশনটি খুবই আরামদায়ক। পলিইউরেথিন জাতীয় কুশনটি তাপ সংবেদনশীল। শরীরের ওজন এবং তাপ অনুযায়ী এটির আকার বদল হয়। কুশনটি মেরুদণ্ড, কোমর এবং নিতম্বের অংশে চাপের সমতা রাখতে সাহায্য করে, ফল চট করে পিঠে বা কোমরে ব্যথা হয়ে যায় না। পেশির উপর চাপ কমিয়ে ক্লান্তি কমাতেও কার্যকর। ব্যাক্তিবিশেষের বসার ভঙ্গি ঠিক রাখতে এবং মেরুদণ্ডকে সোজা রাখতে তা সহায়ক।
advertisement
এর্গোনোমি লাম্বার পিলো: মেরুদণ্ডের পিঠের অংশের ঠিক নীচের স্থানটিতে থাকে লাম্বার স্পাইন। গাড়িতে চালকের আসনটির পিঠের অংশ সাধারণত সোজা হয়, ফলে মেরুদণ্ড সঠিক ভঙ্গিতে রেখে সব সময় আরাম করে বসা যায় না। ফলে পিঠের নীচের অংশে যন্ত্রণা হয়। লাম্বার পিলোর কাজ হল মূলত লাম্বার স্পাইন রয়েছে যে অংশে, সেই স্থানটিকে আরাম দেওয়া।
advertisement
মেরুদণ্ড যাতে সঠিক অবস্থানে থাকে, তা নিশ্চিত করা। এক ভাবে বসে গাড়ি চালানোর ফলে জায়গাটি শরীরের তাপে তপ্ত হয়ে ওঠে। এতে এমন মানের ফোম ব্যবহার হয়, যা শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে পারে। বাড়তি তাপ নিয়ন্ত্রণ করতে পারে। চালকের আসনে এটি রাখতে হবে, সুবিধামতো এটি কোমরের জায়গায় বসিয়ে দিতে হবে। এক ভাবে বসে থাকার ফলে যে ব্যথা হয়, তা নিয়ন্ত্রণে কাজ করে কুশনটি।
advertisement
ইনফ্ল্যাটেবল সাপোর্ট: দেখতে কিছুটা বসার আসনের মতোই। চালকের আসনের ঠেস দেওয়ার অংশে আটকে দেওয়া যায়। কোনওটিতে বাতাস ভরার যন্ত্র থাকে। ইচ্ছামতো বাতাস কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যায়। এর আকার হয় একটু ঢেউ খেলানো, যাতে লাম্বার স্পাইন সঠিক অবস্থানে থাকে। এতে ঠেস দিয়ে বসলে আরাম হয়। এটিও মূলত মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে। তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
advertisement
