

ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রায় দিন নিত্য নতুন আপডেট প্রকাশ করে চলেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে সব থেকে জনপ্রিয় ফিচার ডার্ক মোডের আসায় রয়েছে সবাই।


হোয়াটসঅ্যাপের এই ডার্ক মোডের অনেক ফিচার লিক হয়েছে, কিন্তু এটা এখনও জানা যায়নি যে ডার্ক মোড রিলিজ করবে। জেনে নিন কীভাবে আপনার ফোনে ইন্সটল করবেন ডার্ক মোড।


আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তো সবার আগে যাচাই করে নিন আপনার ফোন Android Q-এর বিটা ভার্সনে চলছে কিনা। যে যে ফোনে Android Q-এর বিটা ভার্সন চলছে না চলতে পারে সেই ফোনগুলি হল Google Pixel-এর স্মার্টফোন, Xiaomi Mi 9, Huawei Mate 20 Pro, Asus Zenfone 5Z, Essential Phone, LG G8, Nokia 8.1, Oppo Reno আর Realme 3 Pro।


ডার্ক মোড ইন্সটল করার জন্য ফলো করুন এই স্টেপস - Android Q-এর বিটা ভার্সন ডাউনলোড করার পর সেটিংস সে গিয়ে ডিসপ্লে অপশন সিলেক্ট করুন। এবার এখনানে আপনি ডার্ক মোড অপশন দেখতে পাবেন, সেটা কে সিলেক্ট করুন।


মনে রাখবেন এর পরে আরও একটি প্রসেস ফলো করতে হবে, আর এটা জরুরী। এবার আবার ফোনের সেটিংস সে গিয়ে About Phone-এর অপশন দেখতে পাবেন,সেটা সিলেক্ট করুন।


এবার Build Number অপশনে গিয়ে সেটা তে ৭ বার ট্যাপ করুন। এর ফলে ফোনে Developer Option একটিভেট হয়ে যাবে।


এবার আপনাকে Developer Option-এ ক্লিক করতে হবে, আর এখানে override force dark অপশনটিকে সিলেক্ট করতে হবে। এটা করার পর যে ফোনগুলি Android Q-তে চলছে, সেই ফোনের প্রত্যেকটি অ্যাপে ডার্ক মোড অ্যাপ্লাই হয়ে যাবে। যেই অ্যাপগুলোতে ডার্ক অদ সাপোর্ট করে না সেই অ্যাপগুলিতেও ডার্ক মোড পেয়ে যাবেন আপনি।