♦ শুরুতে বিশেষ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় এই পরইষেবা শুরু করবে বিএসএনএল। ২০২২ সালের আগে সারা দেশে ১ কোটি ওয়াইফাই হটস্পট বসাবে রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি। এই ওয়াইফাই এর মাধ্যমে সারা দেশের আড়াল লক্ষ গ্রাম পচায়েতে ওয়াইফাই পৌঁছে যাবে। সরকারী উদ্যোগে এই ওয়াইফাই বসাচ্ছে বিএসএনএল। ছবি: সংগৃহীত ৷