ডবলের বেশি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে BSNL

Last Updated:
1/7
নিজেদের গ্ৰাহকদের ধরে রাখতে BSNL তাদের দুটি পুরোনো পোস্টপেইড প্ল‍্যানকে আপডেট করল। 525 টাকা ও 725 টাকার পোস্টপেইড প্ল‍্যানে কিছু বদল করেছে BSNL। (Photo collected)
নিজেদের গ্ৰাহকদের ধরে রাখতে BSNL তাদের দুটি পুরোনো পোস্টপেইড প্ল‍্যানকে আপডেট করল। 525 টাকা ও 725 টাকার পোস্টপেইড প্ল‍্যানে কিছু বদল করেছে BSNL। (Photo collected)
advertisement
2/7
এবার 525 টাকার পোস্টপেইড প্ল‍্যানের গ্ৰাহকরা এক মাসে 40 জিবি ইন্টারনেট ডেটা পাবে। আগে এই প্ল‍্যানে 15 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত। (Photo collected)
এবার 525 টাকার পোস্টপেইড প্ল‍্যানের গ্ৰাহকরা এক মাসে 40 জিবি ইন্টারনেট ডেটা পাবে। আগে এই প্ল‍্যানে 15 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত। (Photo collected)
advertisement
3/7
 সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা (Photo collected)
সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা (Photo collected)
advertisement
4/7
এক‌ই ভাবে 725 টাকার পোস্টপেইড প্ল‍্যানে  গ্ৰাহকরা এক মাসে 50 জিবি ইন্টারনেট ডেটা পাবে।  সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই ভয়েস কল লোকাল ও ন‍্যাশানালের সঙ্গে সঙ্গে রোমিঙেও ফ্রি থাকবে। (Photo collected)
এক‌ই ভাবে 725 টাকার পোস্টপেইড প্ল‍্যানে গ্ৰাহকরা এক মাসে 50 জিবি ইন্টারনেট ডেটা পাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই ভয়েস কল লোকাল ও ন‍্যাশানালের সঙ্গে সঙ্গে রোমিঙেও ফ্রি থাকবে। (Photo collected)
advertisement
5/7
এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যাবে। এসবের সঙ্গে এই প্ল‍্যানে পাওয়া যাবে এক বছরের আমাজন প্রাইম মেম্বারশিপ ফ্রিতে। (Photo collected)
এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যাবে। এসবের সঙ্গে এই প্ল‍্যানে পাওয়া যাবে এক বছরের আমাজন প্রাইম মেম্বারশিপ ফ্রিতে। (Photo collected)
advertisement
6/7
এই প্ল‍্যানে আনলিমিটেড ইন্টারনেট ডেটা দিচ্ছে BSNL। 50 জিবি ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ার পর‌ও গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 50 জিবি ইন্টারনেট ডেটা শেষ হ‌ওয়ার পরে 40 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। (Photo collected)
এই প্ল‍্যানে আনলিমিটেড ইন্টারনেট ডেটা দিচ্ছে BSNL। 50 জিবি ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ার পর‌ও গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 50 জিবি ইন্টারনেট ডেটা শেষ হ‌ওয়ার পরে 40 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। (Photo collected)
advertisement
7/7
 একটি রিপোর্ট অনুযায়ী 525 টাকার পোস্টপেইড প্ল‍্যানটিতে কোলকাতার গ্রাহকরা এক মাসে 80 জিবি ইন্টারনেট পাবে। (Photo collected)
একটি রিপোর্ট অনুযায়ী 525 টাকার পোস্টপেইড প্ল‍্যানটিতে কোলকাতার গ্রাহকরা এক মাসে 80 জিবি ইন্টারনেট পাবে। (Photo collected)
advertisement
advertisement
advertisement