BSNL গ্রাহকদের জন্য বড় খবর, ১ অগাস্ট থেকে দাম বাড়ছে এই প্ল্যানগুলির

Last Updated:
প্ল্যানগুলির দাম ২০-৩০ টাকা করে বাড়িয়েছে বিএসএনএল
1/6
সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন এনেছে। কিন্তু এই খবরটি গ্রাহকদের জন্য সুখবর নয়। কারণ, আজ, ১ আগস্ট ২০২০ থেকে বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যানের মাসিক চার্জ বাড়িয়ে দিয়েছে
সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন এনেছে। কিন্তু এই খবরটি গ্রাহকদের জন্য সুখবর নয়। কারণ, আজ, ১ আগস্ট ২০২০ থেকে বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যানের মাসিক চার্জ বাড়িয়ে দিয়েছে
advertisement
2/6
বিএসএনএল তাদের ১৭টি ব্রডব্যান্ড প্ল্যানের মধ্যে ৭টি প্ল্যানের দাম বাড়িয়েছে। ইতিমধ্যেই বিএসএনএল গ্রাহকদের প্ল্যানের দাম বাড়ানোর নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। সেই সঙ্গে, বিএসএনএল কেরল সার্কেল এ বিষয়ে একটি সরকারী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেনে নিন কোন কোন প্ল্যানে কি পরিবর্তন নেছে বিএসএনএল
বিএসএনএল তাদের ১৭টি ব্রডব্যান্ড প্ল্যানের মধ্যে ৭টি প্ল্যানের দাম বাড়িয়েছে। ইতিমধ্যেই বিএসএনএল গ্রাহকদের প্ল্যানের দাম বাড়ানোর নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। সেই সঙ্গে, বিএসএনএল কেরল সার্কেল এ বিষয়ে একটি সরকারী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেনে নিন কোন কোন প্ল্যানে কি পরিবর্তন নেছে বিএসএনএল
advertisement
3/6
যেই ৭টি প্ল্যানের দাম বেড়েছে সেগুলি হল - 2GB BSNL CUL Plan, 3GB CUL Plan, 4GB CUL Plan, 5GB CUL Plan, superstar 300 Plan আর 15GB CUL plan।
যেই ৭টি প্ল্যানের দাম বেড়েছে সেগুলি হল - 2GB BSNL CUL Plan, 3GB CUL Plan, 4GB CUL Plan, 5GB CUL Plan, superstar 300 Plan আর 15GB CUL plan।
advertisement
4/6
BSNL তাদের 2GB BSNL CUL প্ল্যানের মাসিক চার্জ ৩৪৯ টাকা থেকে বাড়িয়ে ৩৬৯ টাকা করেছে। এই প্ল্যানে গ্রাহকরা ৮ এমবিপিএস স্পিডে রোজ ২ জিবি ডেটা পান। সেই সঙ্গে বিএসএনএল তাদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর 2GB CUL প্ল্যানের দাম বাড়িয়েছে।  ৩৯৯ টাকা চার্জ বাড়িয়ে এখন ৪১৯ টাকা কর দিয়েছে।
BSNL তাদের 2GB BSNL CUL প্ল্যানের মাসিক চার্জ ৩৪৯ টাকা থেকে বাড়িয়ে ৩৬৯ টাকা করেছে। এই প্ল্যানে গ্রাহকরা ৮ এমবিপিএস স্পিডে রোজ ২ জিবি ডেটা পান। সেই সঙ্গে বিএসএনএল তাদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর 2GB CUL প্ল্যানের দাম বাড়িয়েছে। ৩৯৯ টাকা চার্জ বাড়িয়ে এখন ৪১৯ টাকা কর দিয়েছে।
advertisement
5/6
৪৯৯ টাকার 3GB CUL প্ল্যানের দাম ২০ টাকা বাড়িয়ে এখন ৫১৯ টাকা করে দিয়েছে সংস্থা। মুল্য বৃদ্ধি 4GB CUL Plan আর 5Gb CUL Plan-এর উপরেো লাগু করা হয়েছে
৪৯৯ টাকার 3GB CUL প্ল্যানের দাম ২০ টাকা বাড়িয়ে এখন ৫১৯ টাকা করে দিয়েছে সংস্থা। মুল্য বৃদ্ধি 4GB CUL Plan আর 5Gb CUL Plan-এর উপরেো লাগু করা হয়েছে
advertisement
6/6
 BSNL Superstar 300 প্ল্যানের দাম বেড়ে এখন ৭৭৯ করে দিয়েছে। এই প্ল্যানটর আগে দাম ছিল ৭৪৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা ৩০০ জিবি ডেটা ১০ এমবিপিএস স্পিডে পেয়ে থাকে।
BSNL Superstar 300 প্ল্যানের দাম বেড়ে এখন ৭৭৯ করে দিয়েছে। এই প্ল্যানটর আগে দাম ছিল ৭৪৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা ৩০০ জিবি ডেটা ১০ এমবিপিএস স্পিডে পেয়ে থাকে।
advertisement
advertisement
advertisement