BSNL গ্রাহকদের জন্য বড় খবর, ১ অগাস্ট থেকে দাম বাড়ছে এই প্ল্যানগুলির
Bangla Editor
1/ 6
সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন এনেছে। কিন্তু এই খবরটি গ্রাহকদের জন্য সুখবর নয়। কারণ, আজ, ১ আগস্ট ২০২০ থেকে বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যানের মাসিক চার্জ বাড়িয়ে দিয়েছে
2/ 6
বিএসএনএল তাদের ১৭টি ব্রডব্যান্ড প্ল্যানের মধ্যে ৭টি প্ল্যানের দাম বাড়িয়েছে। ইতিমধ্যেই বিএসএনএল গ্রাহকদের প্ল্যানের দাম বাড়ানোর নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। সেই সঙ্গে, বিএসএনএল কেরল সার্কেল এ বিষয়ে একটি সরকারী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেনে নিন কোন কোন প্ল্যানে কি পরিবর্তন নেছে বিএসএনএল
3/ 6
যেই ৭টি প্ল্যানের দাম বেড়েছে সেগুলি হল - 2GB BSNL CUL Plan, 3GB CUL Plan, 4GB CUL Plan, 5GB CUL Plan, superstar 300 Plan আর 15GB CUL plan।
4/ 6
BSNL তাদের 2GB BSNL CUL প্ল্যানের মাসিক চার্জ ৩৪৯ টাকা থেকে বাড়িয়ে ৩৬৯ টাকা করেছে। এই প্ল্যানে গ্রাহকরা ৮ এমবিপিএস স্পিডে রোজ ২ জিবি ডেটা পান। সেই সঙ্গে বিএসএনএল তাদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর 2GB CUL প্ল্যানের দাম বাড়িয়েছে। ৩৯৯ টাকা চার্জ বাড়িয়ে এখন ৪১৯ টাকা কর দিয়েছে।
5/ 6
৪৯৯ টাকার 3GB CUL প্ল্যানের দাম ২০ টাকা বাড়িয়ে এখন ৫১৯ টাকা করে দিয়েছে সংস্থা। মুল্য বৃদ্ধি 4GB CUL Plan আর 5Gb CUL Plan-এর উপরেো লাগু করা হয়েছে
6/ 6
BSNL Superstar 300 প্ল্যানের দাম বেড়ে এখন ৭৭৯ করে দিয়েছে। এই প্ল্যানটর আগে দাম ছিল ৭৪৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা ৩০০ জিবি ডেটা ১০ এমবিপিএস স্পিডে পেয়ে থাকে।