প্রতিদিন ৩ জিবি ডেটা-সহ আনলিমিটেড কলিং, BSNL-র সেরা তিন সস্তা রিচার্জ প্ল্যানগুলি দেখুন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
অন্যান্য বেসরকারি টেলিকম জায়ান্টগুলিকে টক্কর দিতে সরকার পরিচালিত এই টেলিকম অপারেটর তিন-তিনটি হাই-ভ্যালু রিচার্জ প্ল্যান চালু করেছে। যা দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি ওটিটি বেনিফিটও প্রদান করছে। আর এসবই মিলবে দারুণ সস্তায়
বহু-প্রতীক্ষিত ৫জি রোলআউটের সঙ্গে সঙ্গে মোবাইল ব্যবহারকারীদের মন জয় করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না Bharat Sanchar Nigam Limited (BSNL)। আর তাই ইউজার বেস বাড়াতে এবং অন্যান্য বেসরকারি টেলিকম জায়ান্টগুলিকে টক্কর দিতে সরকার পরিচালিত এই টেলিকম অপারেটর তিন-তিনটি হাই-ভ্যালু রিচার্জ প্ল্যান চালু করেছে। যা দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি ওটিটি বেনিফিটও প্রদান করছে। আর এসবই মিলবে দারুণ সস্তায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ৪৫ দিনডেটা: দৈনিক ২ জিবি (মোট ৯০ জিবি)কল: আনলিমিটেডএসএমএস: দৈনিক ১০০টি এসএমএসবোনাস: BSNL BiTV OTT App-এর ফ্রি অ্যাক্সেস, ৪০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল।যাঁরা এন্টারটেনমেন্ট, কানেক্টিভিটি অথবা ডেটা-র ক্ষেত্রে কোনও রকম আপোস করতে চান না, অথচ স্বল্পমেয়াদি প্ল্যানের সন্ধান করছে, তাঁদের জন্য এটি সেরা।