প্রতিদিন ৩ জিবি ডেটা-সহ আনলিমিটেড কলিং, BSNL-র সেরা তিন সস্তা রিচার্জ প্ল্যানগুলি দেখুন

Last Updated:
অন্যান্য বেসরকারি টেলিকম জায়ান্টগুলিকে টক্কর দিতে সরকার পরিচালিত এই টেলিকম অপারেটর তিন-তিনটি হাই-ভ্যালু রিচার্জ প্ল্যান চালু করেছে। যা দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি ওটিটি বেনিফিটও প্রদান করছে। আর এসবই মিলবে দারুণ সস্তায়
1/8
বহু-প্রতীক্ষিত ৫জি রোলআউটের সঙ্গে সঙ্গে মোবাইল ব্যবহারকারীদের মন জয় করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না Bharat Sanchar Nigam Limited (BSNL)। আর তাই ইউজার বেস বাড়াতে এবং অন্যান্য বেসরকারি টেলিকম জায়ান্টগুলিকে টক্কর দিতে সরকার পরিচালিত এই টেলিকম অপারেটর তিন-তিনটি হাই-ভ্যালু রিচার্জ প্ল্যান চালু করেছে। যা দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি ওটিটি বেনিফিটও প্রদান করছে। আর এসবই মিলবে দারুণ সস্তায়।
বহু-প্রতীক্ষিত ৫জি রোলআউটের সঙ্গে সঙ্গে মোবাইল ব্যবহারকারীদের মন জয় করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না Bharat Sanchar Nigam Limited (BSNL)। আর তাই ইউজার বেস বাড়াতে এবং অন্যান্য বেসরকারি টেলিকম জায়ান্টগুলিকে টক্কর দিতে সরকার পরিচালিত এই টেলিকম অপারেটর তিন-তিনটি হাই-ভ্যালু রিচার্জ প্ল্যান চালু করেছে। যা দীর্ঘ ভ্যালিডিটি, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি ওটিটি বেনিফিটও প্রদান করছে। আর এসবই মিলবে দারুণ সস্তায়।
advertisement
2/8
BSNL-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে যে, এই নতুন প্রিপেড প্ল্যানগুলি সমস্ত ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। ফলে যাঁরা দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি, দৈনিক ডেটা অথবা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট প্যাকেজ চান, তাঁদের জন্য এই প্ল্যানগুলি আদর্শ হতে চলেছে।
BSNL-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে যে, এই নতুন প্রিপেড প্ল্যানগুলি সমস্ত ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। ফলে যাঁরা দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি, দৈনিক ডেটা অথবা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট প্যাকেজ চান, তাঁদের জন্য এই প্ল্যানগুলি আদর্শ হতে চলেছে।
advertisement
3/8
BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান – ১৮০ দিনের জন্য রিচার্জ করতে হবে না। কোনও রকম ঝামেলা ছাড়াই দীর্ঘমেয়াদি প্ল্যান যদি কেউ খুঁজে থাকেন, তাহলে BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান সেরা হতে পারে। এর ভ্যালিডিটি ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের।
BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান – ১৮০ দিনের জন্য রিচার্জ করতে হবে না। কোনও রকম ঝামেলা ছাড়াই দীর্ঘমেয়াদি প্ল্যান যদি কেউ খুঁজে থাকেন, তাহলে BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান সেরা হতে পারে। এর ভ্যালিডিটি ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের।
advertisement
4/8
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ১৮০ দিন
ডেটা: মোট ৯০ জিবি (দৈনিক ক্যাপ নেই, প্রয়োজন মতো ব্যবহার)
কল: সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড
এসএমএস: দৈনিক ১০০টি এসএমএস
যাঁরা মাসিক টপ-আপ ছাড়াই ভরসাযোগ্য পরিষেবা উপভোগ করতে চান, তাঁদের জন্য আদর্শ এই প্ল্যানটি।
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ১৮০ দিন
ডেটা: মোট ৯০ জিবি (দৈনিক ক্যাপ নেই, প্রয়োজন মতো ব্যবহার)
কল: সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড
এসএমএস: দৈনিক ১০০টি এসএমএস
যাঁরা মাসিক টপ-আপ ছাড়াই ভরসাযোগ্য পরিষেবা উপভোগ করতে চান, তাঁদের জন্য আদর্শ এই প্ল্যানটি।
advertisement
5/8
BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান – প্রচুর দৈনিক ডেটা-সহ অলরাউন্ডার এটি।  এই প্ল্যানটিকে অল-রাউন্ডার প্ল্যানের তকমা দেওয়া হয়েছে। BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানটি পাওয়ার-প্যাকড কম্বো হিসেবে দেওয়া হয়।
BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান – প্রচুর দৈনিক ডেটা-সহ অলরাউন্ডার এটি। এই প্ল্যানটিকে অল-রাউন্ডার প্ল্যানের তকমা দেওয়া হয়েছে। BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানটি পাওয়ার-প্যাকড কম্বো হিসেবে দেওয়া হয়।
advertisement
6/8
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ৮৪ দিন (প্রায় ৩ মাস)
ডেটা: দৈনিক ৩ জিবি (মোট ২৫২ জিবি)
কল: আনলিমিটেড
এসএমএস: দৈনিক ১০০টি এসএমএস
BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বিশেষ ভাবে পাওয়া যাচ্ছে এই প্ল্যানটি। অর্থাৎ এই প্ল্যান অনলাইনেই কিনতে হবে গ্রাহকদের।
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ৮৪ দিন (প্রায় ৩ মাস)
ডেটা: দৈনিক ৩ জিবি (মোট ২৫২ জিবি)
কল: আনলিমিটেড
এসএমএস: দৈনিক ১০০টি এসএমএস
BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বিশেষ ভাবে পাওয়া যাচ্ছে এই প্ল্যানটি। অর্থাৎ এই প্ল্যান অনলাইনেই কিনতে হবে গ্রাহকদের।
advertisement
7/8
BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান – এন্টারটেনমেন্ট বুস্ট-সহ বাজেট-ফ্রেন্ডলিও বটে!  যাঁরা সাশ্রয়ী বা সস্তার এমন প্রিপেড প্ল্যানের সন্ধান করছে, যা সর্বোচ্চ ভ্যালু প্রদান করবে, তাঁদের জন্য আদর্শ BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান। এটি সমস্ত ধরনের প্রয়োজনীয় পরিষেবা এবং ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন প্রদান করছে।
BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান – এন্টারটেনমেন্ট বুস্ট-সহ বাজেট-ফ্রেন্ডলিও বটে! যাঁরা সাশ্রয়ী বা সস্তার এমন প্রিপেড প্ল্যানের সন্ধান করছে, যা সর্বোচ্চ ভ্যালু প্রদান করবে, তাঁদের জন্য আদর্শ BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান। এটি সমস্ত ধরনের প্রয়োজনীয় পরিষেবা এবং ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন প্রদান করছে।
advertisement
8/8
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ৪৫ দিন
ডেটা: দৈনিক ২ জিবি (মোট ৯০ জিবি)
কল: আনলিমিটেড
এসএমএস: দৈনিক ১০০টি এসএমএস
বোনাস: BSNL BiTV OTT App-এর ফ্রি অ্যাক্সেস, ৪০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল।
যাঁরা এন্টারটেনমেন্ট, কানেক্টিভিটি অথবা ডেটা-র ক্ষেত্রে কোনও রকম আপোস করতে চান না, অথচ স্বল্পমেয়াদি প্ল্যানের সন্ধান করছে, তাঁদের জন্য এটি সেরা।
প্রধান সুবিধা - ভ্যালিডিটি: ৪৫ দিন
ডেটা: দৈনিক ২ জিবি (মোট ৯০ জিবি)
কল: আনলিমিটেড
এসএমএস: দৈনিক ১০০টি এসএমএস
বোনাস: BSNL BiTV OTT App-এর ফ্রি অ্যাক্সেস, ৪০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল।
যাঁরা এন্টারটেনমেন্ট, কানেক্টিভিটি অথবা ডেটা-র ক্ষেত্রে কোনও রকম আপোস করতে চান না, অথচ স্বল্পমেয়াদি প্ল্যানের সন্ধান করছে, তাঁদের জন্য এটি সেরা।
advertisement
advertisement
advertisement