মোবাইল ফোন রিচার্জ করার সময় আমরা সবাই সস্তা আর বেশি বেনিফিট দেবে এমন প্ল্যান খুঁজে থাকি। আপনিও কি এই রিচার্জ নিয়ে কনফিউজড? রমজান এবং ইদ-উল-ফিতর ২০২০ উপলক্ষে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে BSNL।
2/ 4
৭৮৬ টাকার একটি প্রিপেড প্ল্যানে প্রমোশনাল প্ল্যান নিয়ে হাজির BSNL। আগামী ৩০ দিনের জন্য এই প্ল্যানটি উপলব্ধ করতে পাড়বে গ্রাহকরা। রমজান এবং ইদ স্পেশাল এই প্ল্যানে মোট ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। প্ল্যানটির মেয়াদ ৯০ দিনের। এর সঙ্গে থাকছে ৭৮৬ টাকার টকটাইম।
3/ 4
গ্রাহকরা সহজেই কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করতে পাড়বেন। শুধুমাত্র কেরল, গুজরাত আর অন্ধ্র প্রদেশের গ্রাহকরাই এই প্ল্যানটির সুবিধা নিতে পাড়বে।
4/ 4
১৮ টাকার একটি সস্তা প্ল্যানো নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানটির মেয়াদ ২ দিনের। সঙ্গে রয়েছে ১।৮ জিবি ডেটা আর ২৫০ মিনিটের ফ্রি কলিং।
মোবাইল ফোন রিচার্জ করার সময় আমরা সবাই সস্তা আর বেশি বেনিফিট দেবে এমন প্ল্যান খুঁজে থাকি। আপনিও কি এই রিচার্জ নিয়ে কনফিউজড? রমজান এবং ইদ-উল-ফিতর ২০২০ উপলক্ষে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে BSNL।
৭৮৬ টাকার একটি প্রিপেড প্ল্যানে প্রমোশনাল প্ল্যান নিয়ে হাজির BSNL। আগামী ৩০ দিনের জন্য এই প্ল্যানটি উপলব্ধ করতে পাড়বে গ্রাহকরা। রমজান এবং ইদ স্পেশাল এই প্ল্যানে মোট ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। প্ল্যানটির মেয়াদ ৯০ দিনের। এর সঙ্গে থাকছে ৭৮৬ টাকার টকটাইম।
গ্রাহকরা সহজেই কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করতে পাড়বেন। শুধুমাত্র কেরল, গুজরাত আর অন্ধ্র প্রদেশের গ্রাহকরাই এই প্ল্যানটির সুবিধা নিতে পাড়বে।