#StayHome: ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের জন্য বিনামূল্যে প্রতিদিন ৫ জিবি ডেটা দেবে BSNL !
Bangla Editor
1/ 4
করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তাই এবার গ্রাহকদের বিনামূল্যে ডেটার সুবিধা দিতে চলেছে BSNL।
2/ 4
ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য তাই নয়া প্ল্যান নিয়ে হাজির BSNL। এই প্ল্যানে BSNL গ্রাহকরা ১০ এবিপিএস স্পিডে প্রতিদিন ৫ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে আসবে ১ এমবিপিএসে। ১ এমবিপিএস স্পিডে আপনি পেয়ে জাবেন আনলিমিটেড ডেটা।
3/ 4
আন্দামান ও নিকোবর-সহ দেশের বিভিন্ন রাজ্যের সমস্ত BSNL গ্রাহকরাই এই ব্রডব্যান্ড পরিষেবা উপভোগ করতে পাড়বেন। কিন্তু এই পরিষেবা পাওয়ার শর্ত একটাই, আপনার বাড়িতে থাকতে হবে BSNL-এর ল্যান্ডলাইন কানেকশন।
4/ 4
এই পরিষেবা পাওয়ার জন্য BSNL গ্রাহকদের কোনও মাসিক ডিপোজিট দিতে হবে না। না দিতে হবে কোনও ইন্সটলেশন চার্জ। গ্রাহকরা নিজেরদের প্ল্যান অনুযায়ী ফ্রি কলের পরিষেবা পাবেন।
#StayHome: ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের জন্য বিনামূল্যে প্রতিদিন ৫ জিবি ডেটা দেবে BSNL !
করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তাই এবার গ্রাহকদের বিনামূল্যে ডেটার সুবিধা দিতে চলেছে BSNL।
#StayHome: ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের জন্য বিনামূল্যে প্রতিদিন ৫ জিবি ডেটা দেবে BSNL !
ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য তাই নয়া প্ল্যান নিয়ে হাজির BSNL। এই প্ল্যানে BSNL গ্রাহকরা ১০ এবিপিএস স্পিডে প্রতিদিন ৫ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে আসবে ১ এমবিপিএসে। ১ এমবিপিএস স্পিডে আপনি পেয়ে জাবেন আনলিমিটেড ডেটা।
#StayHome: ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের জন্য বিনামূল্যে প্রতিদিন ৫ জিবি ডেটা দেবে BSNL !
আন্দামান ও নিকোবর-সহ দেশের বিভিন্ন রাজ্যের সমস্ত BSNL গ্রাহকরাই এই ব্রডব্যান্ড পরিষেবা উপভোগ করতে পাড়বেন। কিন্তু এই পরিষেবা পাওয়ার শর্ত একটাই, আপনার বাড়িতে থাকতে হবে BSNL-এর ল্যান্ডলাইন কানেকশন।
#StayHome: ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের জন্য বিনামূল্যে প্রতিদিন ৫ জিবি ডেটা দেবে BSNL !
এই পরিষেবা পাওয়ার জন্য BSNL গ্রাহকদের কোনও মাসিক ডিপোজিট দিতে হবে না। না দিতে হবে কোনও ইন্সটলেশন চার্জ। গ্রাহকরা নিজেরদের প্ল্যান অনুযায়ী ফ্রি কলের পরিষেবা পাবেন।