এবার ২০ জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে BSNL
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্ল্যানে গ্রাহকরা ১০ এমবিপিএস স্পিডে প্রতিদিন ৫ জিবি ডেটা পাবেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। ভারতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রায় ২ মাস ধরে ঘর বন্দি রয়েছে দেশবাসী। দেশের বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তাই এবার গ্রাহকদের ২০ জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে BSNL।
advertisement
ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের অধীনে যে সব গ্রাহকের বাড়িতে ল্যান্ডলাইন কানেকশন রয়েছে, সেই সব গ্রাহকদের ২০ জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দেবে বিএসএনএল। এই প্ল্যানে গ্রাহকরা ১০ এমবিপিএস স্পিডে প্রতিদিন ৫ জিবি ডেটা পাবেন। এই ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে। ১ এমবিপিএস স্পিডে আপনি পেয়ে জাবেন আনলিমিটেড ডেটা।
advertisement
advertisement
অন্যদিকে প্রিপেড গ্রহাকদের জন্য ২,৩৯৯ টাকায় নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে BSNL। নতুন এই প্ল্যানটি মেয়াদ ৬০০ দিনের। এই প্ল্যানে গ্রহাকরা প্রতিদিন ২৫০ মিনিট কলের সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস ব্যবহার করার সুযোগ। যদিও এই প্ল্যানের সঙ্গে কোনও ডেটা বেনিফিট নেই। এছাড়াও, রিচার্জের করার পর প্রথম ৬০দিন BSNL Tunes ব্যবহার করতে পাড়বেন বিনামূল্যে।